X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

কলকাতার সবকিছুই বড় ভালো লাগে: আনুশকা

বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ১৫:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫:৪১

করোনা মহামারি আর মাতৃত্বকাল নিয়ে একটা লম্বা ছুটিতে ছিলেন আনুশকা শর্মা। ২০১৮ সালের ‘জিরো’র পর তাকে আর দেখা যায়নি বড় পর্দায়। তবে এবার তিনি ফিরছেন, যদিও এবারের পর্দাটা বড় নয়। 

আনুশকার নতুন ছবি ‘চাকদা এক্সপ্রেস’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। যার কাজে কয়েকসপ্তাহ ধরে তিনি পড়ে আছেন বাংলাতেই। রোদ-বৃষ্টি মাথায় তুলে শুট করেছেন কলকাতার ময়দান, শিয়ালদহ স্টেশন, ইডেন ও আন্দুলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতা প্রসঙ্গ উঠতেই প্রশংসার সুর ছলকে পড়লো অনুশকার কণ্ঠে। অভিনেত্রী জানান, ‘কলকাতা আমার হৃদয়জুড়ে। এই শহরের ভালোবাসা, খাবার, লোকজন, দুর্দান্ত স্থাপত্য আমার ভীষণ ভালো লাগে। কলকাতার সবকিছুই বড় ভালো লাগে আমার।’

বিরাটপত্নী আরও জানান ‘পরী’র শুটে তিনি শেষবার কলকাতায় এসেছিলেন। তারপর অবশ্য ‘চাকদা এক্সপ্রেস’র অ্যানাউন্সমেন্ট ভিডিও শুটও করেন ইডেন নেমে। তখন তার সঙ্গে ছিলেন ভারতের জাতীয় মহিলা ক্রিকেটে দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীও। এই প্রসঙ্গে তিনি জানান, ‘উনি সত্যিই ভীষণ পজিটিভ। ওর সান্নিধ্যে আসতে পারাটাই ভাগ্যের। সেটে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। কথা বলেছি। দারুণ অভিজ্ঞতা ওটা। যাই হোক, কলকাতায় ফিরে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। বৃত্ত সম্পূর্ণ হলো।’

যোগ করেন, ‘ঝুলন ভারতের আইকন, বাংলার আইকন। ওর জীবনের গল্প তুলে ধরার জন্য কলকাতাসহ বাংলার বিভিন্ন জায়গায় শুট করা জরুরি ছিল। তাহলেই দর্শকদের কাছে ঠিক করে পৌঁছে দেওয়া যেত। ঠিকমতো ট্রিবিউট দেওয়া যেত।’

এক দিনের মহিলা ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন পশ্চিম বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। দীর্ঘাঙ্গী এই বোলারের জীবনের উত্থান-পতনকে ঘিরেই প্রসিত রায়ের ছবি ‘চাকদা এক্সপ্রেস’। পর্দার ঝুলন হতে নিজেকে ভেঙেছেন অনুশকা। করেছেন কড়া অনুশীলনও। মহিলা ক্রিকেটের ওপর তৈরি সবচেয়ে বড় ছবি হিসাবে ‘চাকদা এক্সপ্রেস’কে তুলে ধরতে চান অনুশকা। লন্ডনে এই ছবির বড় অংশের শুটিং করছেন অভিনেত্রী। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কার্নিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। 

নেটফ্লিক্সে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
দীপিকা-অনুশকাকে নিয়ে বেকায়দায় পড়লেন রণবীর!
মেয়ের জন্য আনুশকার ‘স্যাক্রিফাইস’
মেয়ের জন্য আনুশকার ‘স্যাক্রিফাইস’
আচমকা নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সরে গেলেন আনুশকা
আচমকা নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সরে গেলেন আনুশকা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’