X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

অতঃপর দেশে ফিরলেন মোনালিসা

মাহমুদ মানজুর
০৫ এপ্রিল ২০১৬, ১৬:৪২আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:২২

দীর্ঘ বিরতির পর অনেকটা নীরবেই সম্প্রতি নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। প্রায় তিন বছর পর তার এই ফেরা। দেশে ফিরে বেশ উচ্ছ্বসিত তিনি।

ঢাকায় ফেরার পর মোনালিসার সেলফি। ফেরা প্রসঙ্গে বললেন, ‘দেশে ফিরে চার পাশের এত সবুজ দেখে মনটা ভরে গেল। নিজেকে খুবই নির্ভার মনে হচ্ছে। আমাকে পেয়ে স্বজনদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। আমার চোখের কোনে আজ সুখের জল গড়াগড়ি খাচ্ছে।’

তবে মোনালিসার এই হঠাৎ সফর ঠিক কী উদ্দেশ্যে এবং কত দিনের- সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, এবার তিনি বেশ কিছু দিন ঢাকায় অবস্থান করবেন। নিয়মিত হবেন অভিনয়েও।

মোনালিসা গেল প্রায় ছয় বছর নিউইয়র্কে অবস্থান করছেন। ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। একই বছরের ম্যাজিক ডে ১২.১২.১২ তারিখে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফাইয়াজের বিবাবহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর যুক্তরাষ্ট্রে  চলে গেলেও দুই বছরের মাথায় বিচ্ছেদ ঘটে মোনালিসার সংসারে।

এরপর তিনি সেখান থেকে জানিয়েছিলেন, বিচ্ছেদের প্রক্রিয়া শেষ করেই তিনি ঢাকায় ফিরবেন। এবং অভিনয়ে আবার নিয়মিত হবেন।

এরমধ্যে তিনি সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি জীবন বেছে নেন। মাঝে যুক্তরাষ্ট্রের বাংলা টিভি চ্যানেল টাইম টিভিতেও কর্মরত ছিলেন।

তিন বছর আগে মোনালিসা সর্বশেষ ‘সিকান্দার বক্স’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটিতে মোনালিসার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম।

ঢাকায় মোনালিসা ও তার মা। /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী