গত আসরে (২০২৪) কানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতে সাড়া ফেলে দেয় ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি। এটাই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বর্ণপামের জন্য মনোনীত হওয়া প্রথম ভারতীয় নারী তিনিই। তার হাত ধরেই প্রায় ৩০ বছর পর কোনও ভারতীয় ছবি কান উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছিলো।
সেই আলোর রেখা না মুছতেই এবারের আসরেও আলোকবর্তিকা হয়ে ধরা দিচ্ছেন এই তরুণ নির্মাতা। এবার তিনি ফিরছেন কানসৈকতে। তবে ভিন্ন পরিচয়ে। এবার তিনি প্রতিযোগিতার আসন থেকে উঠে সরাসরি বিচারকের আসনে বসছেন কান উৎসবে। কান কর্তৃপক্ষ জানায়, এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ৯ বিচারকের মধ্যে ৩৯ বছর বয়সী এই নির্মাতাও থাকছেন অন্যতম হয়ে।
সোমবার (২৮ এপ্রিল) বিচারক প্যানেল ঘোষণা করেছে আয়োজকরা।
পায়েল কাপাডিয়ার পাশাপাশি এবারের জুরি বোর্ডে থাকছেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা জেরেমি স্ট্রং, ইতালিয়ান অভিনেত্রী আলবা ররওয়াকার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোর পরিচালক দিয়ুদো আমাদি, কোরিয়ান পরিচালক হং স্যাং সু ও মেক্সিকা পরিচালক কার্লোস রেগাদাস।
আগেই ঘোষণা করা হয়েছে, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে প্রধান বিচারকের আসনে থাকবেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২১টি চলচ্চিত্রের মধ্যে একটিকে স্বর্ণপাম দেবে জুরি বোর্ড। আগামী ২৪ মে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ছবির নাম ঘোষণা করা হবে।
মূল প্রতিযোগিতায় নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো ‘ডাই মাই লাভ’ (লিন রামজে, যুক্তরাজ্য), ‘আলফা’ (জুলিয়া দুকুরনো, ফ্রান্স), ‘দ্য ইয়াংগেস্ট ডটার’ (আফসিয়া আর্জি, ফ্রান্স), ‘কেস ১৩৭’ (দমিনিক মল, ফ্রান্স), ‘দ্য মাস্টারমাইন্ড’ (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র), ‘নিউ ওয়েভ’ (রিচার্ড লিঙ্কলেটার, যুক্তরাষ্ট্র), ‘দ্য ফিনিশিয়ান স্কিম’ (ওয়েস অ্যান্ডারসন, যুক্তরাষ্ট্র), ‘এডিংটন’ (আরি অ্যাস্টার, যুক্তরাষ্ট্র), ‘রোমেরিয়া’ (কার্লা সিমন, স্পেন), ‘সিরাট’ (অলিভার লুক্সে, স্পেন), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (জাফর পানাহি, ইরান), ‘ওম্যান অ্যান্ড চাইল্ড’ (সাঈদ রোস্তাই, ইরান), ‘রেনোয়াঁ’ (চিয়ে হায়াকাওয়া, জাপান), ‘সাউন্ড অব ফলিং’ (মাশা শিলিনস্কি, জার্মানি), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক), ‘দ্য ঈগলস অব দ্য রিপাবলিক’ (তারিক সালেহ, সুইডেন), ‘ফুয়োরি’ (মারিও মার্তোনে, ইতালি), ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল), ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ (অলিভার হারমানাস, দক্ষিণ আফ্রিকা), “দ্য ইয়াং মাদার’স হোম’ (জ্যঁ-পিয়ের ও লুক দারদেন, বেলজিয়াম) এবং ‘টু প্রসিকিউটরস’ (সের্গেই লজনিৎজা, ইউক্রেন)।
এবারের কান উৎসবের পর্দা উঠবে ১৩ মে। উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফ্রান্সের এমেলি বোনাঁ পরিচালিত ‘বাই বাই’। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ফ্রান্স টেলিভিশন এবং আন্তর্জাতিকভাবে ব্রুট সরাসরি সম্প্রচার করবে।
বলা দরকার, এবারের উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফঁদাসোতে প্রধান বিচারক থাকছেন জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করবেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ। নবাগত পরিচালকদের জন্য বরাদ্দ থাকা ক্যামেরা দ’র পুরস্কারের প্রধান বিচারক ইতালিয়ান পরিচালক আলিসে ররওয়াকার।