X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ২২:২১আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২২:২১

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।  মাঝে খানিকটা সময় বিরতি নিয়েছেন, নিজেকে সময় দেওয়ার জন্য।

অবশেষে প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সবশেষ তাকে টেলিভিশনে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তবে এবার টয়া ফিরেছেন উপস্থাপক হয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।

টয়া জানান, এই শো-টা অন্যান্য অনেক শো থেকে একটু আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।

বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একান্ত নিজের ইচ্ছে থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুবই ভালো লাগছে। তবে প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছে, যেহেতু একটু গ্যাপ ছিল। এরপর আবার সেটা ঠিক হয়ে গেছে। ভালোই লেগেছে অনেক দিন পর উপস্থাপনা করেছি, অনেক এনজয় করেছি অনুষ্ঠানটা। অন্যান্য কাজের খবরও শিগগিরই দেবো।’ মুমতাহিনা টয়া ২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরও বড় পরিসরে ও কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে। 

জানা গেছে, অনুষ্ঠানটি ২৫ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে। 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
আবারও বিচারক পূর্ণিমা  
আবারও বিচারক পূর্ণিমা