X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৬:০৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:০৮

মাঝে খানিক বিরতির পর ফের ওটিটি পর্দায় উঠছে আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন সিরিজ। নাম ‘গুলমোহর’। নির্মাতা হিসেবে এটি তার তৃতীয় ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন শাওকী।

নির্মাতার ভাষ্যে, ‘‘নির্মাতা হিসেবে ‘গুলমোহর’ আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য এই সময়টা দরকার ছিল।’’

‘তাকদীর’ ও ‘কারাগার’–এর মতো জনপ্রিয় সিরিজ নির্মাণের পর ওটিটির দর্শকের কাছে নির্মাতা হিসেবে শাওকী তার নাম প্রতিষ্ঠিত করেছেন বেশ ভালোভাবেই। তাই তার নতুন কাজ দেখার আগ্রহ রয়েছে দর্শকদের, আছে প্রত্যাশাও। কিন্তু নতুন কাজে আগের কোনও কিছুতে প্রভাবিত হননি পরিচালক, নেননি কোনও প্রত্যাশার চাপ। বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের যে প্রত্যাশা, সেগুলো মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আবার আগের কাজের পুনরাবৃত্তি হবার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকরা বারবার নতুন কিছু দেখতে চায়। এই সিরিজে নতুন বিষয় নিয়ে ডিল করেছি।’

কেমন গল্প নিয়ে ফিরবেন শাওকী? এমন প্রশ্ন ছিল দর্শকদের। শাওকীর সহজ উত্তর, ‘এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই আমি চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে।’  সৈয়দ আহমেদ শাওকী শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। নির্মাতা আরও বলেন, ‘পরিবারের চেনা একটা পরিস্থিতি রয়েছে গল্পে। কিন্তু এর সঙ্গে রহস্য, সন্দেহ ও রাজনীতি জড়িয়ে গল্পটি এগিয়ে যাবে।’ 

‘গুলমোহর’ সিরিজে কারা অভিনয় করেছেন, কবে মুক্তি পাবে– তা এখনই জানাননি নির্মাতা। এটুকু জানালেন, সিরিজটি মুক্তি পাচ্ছে চরকিতে।

চরকি’র সিইও রেদওয়ান রনি জানান, সিরিজে জ্যেষ্ঠ এবং নবীন শিল্পীরা অভিনয় করেছেন। তাদের নাম ও মুক্তির তারিখ জানানো হবে শিগগির।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’