X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা

মাহমুদ মানজুর
মাহমুদ মানজুর
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২২:০০

শিশুদের কেন্দ্রে রেখে দেশে খুব একটা নাটক, সিনেমা কিংবা গান তৈরির রীতি নেই বললেই চলে। এবারের ঈদে যে ক’টি সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলোও মূলত নায়কনির্ভর। অন্তত মুক্তির আগে পর্যন্ত পোস্টার-প্রচারণায় তাই মনে হয়েছিলো। ৩১ মার্চ ঈদের সিনেমাগুলো মুক্তির পর সবগুলো ছাপিয়ে বেশিরভাগ দর্শকের নজরে উঠে আসে এক শিশুশিল্পী। যার নাম নৈঋতা। ‘জংলি’ সিনেমায় সিয়াম ও বুবলীর সঙ্গে পাল্লা দিয়ে যেন অভিনয় করেছে এই ক্ষুদে শিল্পী। এমনই অভিনয়, একেবারে প্রশংসায় চারপাশ পঞ্চমুখ হয়ে উঠেছে নৈঋতাকে ঘিরে। সিনেমাটি তৃতীয় সপ্তাহে (১৮ এপ্রিল) এসেও দারুণ ব্যাটিং করছে হলগুলোতে। এমনই সময়ে একান্ত আলাপে ‘জংলি’তে যুক্ত হওয়ার গল্প শোনালেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নৈঋতা তথা এই সিনেমার প্রাণ ‘পাখি’- 

বাংলা ট্রিবিউন: নৈঋতা এখন কোন ক্লাসে পড়। কোথায় পড়?

নৈঋতা: আমরা তো এখন যুক্তরাজ্যে থাকি। আমি এখানে ক্লাস ফোরে পড়ি।

বাংলা ট্রিবিউন: এর আগে কী কী কাজ করেছো। নাটক বিজ্ঞাপন সিনেমা? 

নৈঋতা: আমি ৪ বছর বয়সে ক্লোদিং ব্র্যান্ডের অনেক ফটোশুট করেছি। যেমন আড়ং, লা রিভ, ইয়েলো, টুয়েলভ-এসব ব্র্যান্ডের। আমি অনেক ওভিসি, টিভিসিও করেছি। যুক্তরাজ্যে নৈঋতা বাংলা ট্রিবিউন: তার মানে ‘জংলি’ তোমার প্রথম সিনেমা। 

নৈঋতা: হুম, প্রথম।

বাংলা ট্রিবিউন: এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা জানতে চাই।

নৈঋতা: মা আমার অভিনয়ের খুব একটা প্রশংসা করে না। তাই ফার্স্ট অডিশনে বাবা আমাকে নিয়ে যায়। সেকেন্ড টাইম মা নিয়ে যায়। সেই অডিশনের পর নির্মাতা এম রাহিম আঙ্কেলদের মনে হয়, আমি সিনেমাটায় ভালো করতে পারবো। সেদিনই জানতে পারি, আমি সিলেক্টেড হয়েছি। এভাবেই আমি এই মুভিটার সঙ্গে যুক্ত হলাম।

বাংলা ট্রিবিউন: সিনেমার শুটিংয়ে কি খুব কষ্ট হয়েছে নাকি মজা লেগেছে তোমার? 

নৈঋতা: শুটিংয়ে একদিন আমার হাতে আঘাত লাগে। এরপর আমার পায়ের নখ ভেঙে যায়। অনেকদিন রাতজেগে শুট করতে হয়েছে। তখন ছিল প্রচণ্ড গরম। ইউনিটের বাকি সবাই আমার খুবই টেক কেয়ার করেছে। তাই কষ্ট হলেও অভিনয় করে ভালো লেগেছে।   যুক্তরাজ্যে নৈঋতা বাংলা ট্রিবিউন: ছবিটি কি এখনও দেখেছো? দেখলে কেমন লাগলো বড় পর্দায় নিজেকে। না দেখলে কবে নাগাদ দেখবে?

নৈঋতা: শুনেছি সিনেমাটি ইউকে-তে রিলিজ হবে। যখনই রিলিজ হবে তখনই সবাই মিলে দেখতে যাবো। তাছাড়া সিনেমাহলে সিনেমা দেখতে আমার খুব  ভালো লাগে। নিজের সিনেমা দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে! 

বাংলা ট্রিবিউন: ছবিটি মুক্তির পর তোমার সঙ্গে সিনেমার কারও সঙ্গে কথা হয়েছে? কী কথা হয়েছে। 

নৈঋতা: সবাই আসলে হল ভিজিট আর প্রমোশন নিয়ে ব্যস্ত। তাই, কারও সাথে কথা হয়নি এখনও।  

বাংলা ট্রিবিউন: সিনেমায় তোমার জংলি, মানে সিয়াম আহমেদ প্রসঙ্গে কিছু বলো। কেমন মানুষ তিনি। পারলে বুবলী আন্টি সম্পর্কেও বলো।

নৈঋতা: ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান। সিনেমাহলে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দেখতে গিয়েই তার সঙ্গে দেখা হয়। আমি খুব খুশি ছিলাম  তখন। তাই তার সঙ্গে এক সিনেমায় কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমাকে অনেক আদর করেছে সিয়াম। বুবলী আন্টির সঙ্গে আমার অনেকদিন শুটিং ছিল। আন্টি আমাকে অনেক আদর করেছে। বাবা-মায়ের সঙ্গে নৈঋতা বাংলা ট্রিবিউন: অভিনয় নিয়ে তোমার কি কোনও স্বপ্ন আছে? বাবা-মা কী চায়?

নৈঋতা: আমার সিনেমা নিয়ে কোনও আগ্রহ নেই। কিন্তু মা চায় আমি নিয়মিত অভিনয় করি। আর বাকিদের প্রশংসা দেখে আমারও মনে হচ্ছে সামনে ভালো কাজের অফার পেলে আরও সিনেমায় অভিনয় করবো। যুক্তরাজ্যে দেশের পতাকা হাতে নৈঋতা

/সিবি/এমএম/
সম্পর্কিত
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’ ৫/১০: জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি
‘জংলি’ ৫/১০: জন্ম না দিয়েও আদর্শ বাবা হতে পারার ছবি
‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!
‘জংলি’র শো বাড়লো দ্বিগুণ!
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’