X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা

সুধাময় সরকার
১৮ এপ্রিল ২০২৫, ১২:০১আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৩

প্রতি বছরই চলচ্চিত্র শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আনে জাতীয় পুরস্কার। ৫ আগস্ট পরবর্তী অধ্যায়ে তো সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিল্পী-কুশলী-সমালোচকদের কাছে। কারণ, বরাবরই এই পুরস্কারটি অভিযুক্ত হয়ে আসছে যোগ্যতার চেয়ে রাজনৈতিক প্রভাবের কারণে।

সেই বিবেচনায় অন্তর্বর্তী সরকারের বিচারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ভিত্তিতে। যার বিচার-বিশ্লেষণ এরইমধ্যে শেষ। অপেক্ষা শুধু প্রজ্ঞাপন প্রকাশ করে পুরস্কার প্রদানের দিন-ক্ষণ-ভেন্যুর নাম প্রকাশ করা।

জানা গেছে, এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে সম্ভাব্য পুরস্কার বিজয়ীদের কয়েকটি নাম-পরিচয়ের সন্ধান মিলেছে অসমর্থিত সূত্রে। সেই সূত্র অনুযায়ী এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ।

‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ বিভাগে জুরি বোর্ডের সদস্যদের নম্বরে সবচেয়ে এগিয়ে রয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। তারপরেই রয়েছে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’। ‘শ্রেষ্ঠ পরিচালক’ হিসেবে ‘সাঁতাও’-এর খন্দকার সুমনের নাম এগিয়ে আছে। তবে সম্ভাব্য তালিকায় ‘সুড়ঙ্গ’-এর জন্য রায়হান রাফী ও ‘আদিম’-এর জন্য যুবরাজ শামীমেরও নাম রয়েছে।

‘সুড়ঙ্গ’র সুবাদে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন আফরান নিশো। এছাড়া ‘প্রিয়তমা’র জন্য শাকিব খানও রয়েছেন সম্ভাব্য তালিকায়। তমা মির্জা ‘সুড়ঙ্গ’-এর জন্য ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন। সম্ভাব্য তালিকায় আরও আছেন ‘সাঁতাও’-এর আইনুন পুতুল ও ‘আদিম’-এর সোহাগী।

‘শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র’ হিসেবে ‘ওরা ৭ জন’-এর জন্য শিবা শানু এগিয়ে রয়েছেন। এ বিভাগে একই ছবির জন্য ইমতিয়াজ বর্ষণের নামও রয়েছে। ‘শ্রেষ্ঠ খল অভিনেতা’ হিসেবে ‘প্রহেলিকা’-এর জন্য রাশেদ মামুন অপু পুরস্কার পেতে পারেন।

গানের ক্ষেত্রে একচেটিয়াভাবে এবারের সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির জন্য ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সুরকার’-এর সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছেন প্রিন্স মাহমুদ। একই ছবির ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি ‘শ্রেষ্ঠ গীতিকার’ এবং ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে রিয়াদ জুরি বোর্ডের নম্বরে এগিয়ে রয়েছেন। কোনাল এ ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়িকা’ হিসেবে এগিয়ে আছেন। একই গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে বালাম রয়েছেন তালিকার শীর্ষে।

‘শ্রেষ্ঠ কাহিনিকার’ হিসেবে ‘প্রিয়তমা’র ফারুক হোসেন সম্ভাব্য পুরস্কার বিজয়ীর তালিকায় রয়েছেন। ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে এগিয়ে রয়েছেন ‘সাঁতাও’-এর নির্মাতা খন্দকার সুমন। একই ছবির সুজন মাহমুদ ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন।

‘শ্রেষ্ঠ শিল্প নির্দেশক’ হিসেবে ‘সুড়ঙ্গ’-এর শহীদুল ইসলাম পুরস্কার পেতে পারেন। ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’ হিসেবে ‘প্রিয়তমা’র সবুজ খান অথবা ‘সুড়ঙ্গ’-এর মো. খোকন মোল্লা পুরস্কার পেতে পারেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য বলেন, ‘আমরা প্রতি ক্যাটাগরিতে নিয়ম অনুযায়ী দু’টি করে নাম সুপারিশ করেছি। যেসব ক্যাটাগরিতে একই নম্বর দুজনেই পেয়েছেন, সেসব ক্ষেত্রে দুয়ের অধিক নাম সুপারিশ করা হয়েছে। তবে কারা পুরস্কার পাচ্ছেন কিংবা সুপারিশ করেছি কাদের নাম, তা বলার অধিকার আমার নেই।’

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান