X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ২০:৪৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪৮

মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’র ৯২তম  মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র পরীক্ষণ থিয়েটার হলে।

‘খনা’-এমন এক আখ্যানের মঞ্চকৃতি, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ’ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে এবং ক্ষমতা-কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে ‘খনা’ এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। এমনটাই মনে করেন নির্দেশক।  শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন হয় নাটকটি। গত ৯১টি প্রদর্শনীতে ‘খনা’ দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন ও প্রশংসায় ঋদ্ধ হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ এর শুরুতে ‘খনা’র মঞ্চায়ন এই জনপদের আবহমান সংস্কৃতি, কৃত্য উদযাপনেরও উপলক্ষ মনে করছে বটতলা নাট্যদল।  

দলটি জানায়, ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘খনা’র ৯২তম প্রদর্শনী হচ্ছে। শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী এদিন ‘খনা’র মঞ্চে থাকছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, পংকজ মজুমদার, রিশাদুর রহমান রিশাদ, লায়েকা বশীর,  পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, সুমিত তিওয়ারি, রেওয়াজ, সৃষ্টি, অন্তু প্রমুখ। শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী
শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী
নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ
নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ
মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!
মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ