X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

চলছে গুণবতীর ‘শেকড়ের গল্প’

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৩:৫৩আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৮:২৫

কারুশিল্প, সংস্কৃতি ও সম্প্রদায়ের সমন্বয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর লা গ্যালারিতে। গুণবতীর আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘শেকড়ের গল্প– বাংলাদেশিত্বের উৎসব’। 

এই প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা প্রাঙ্গণে।

গুণবতী একটি দেশীয় জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের ঐতিহ্য ও সম্প্রদায়নির্ভর কাজের মাধ্যমে সচেতন সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে। এই প্রদর্শনী গুণবতীর উদ্দেশ্য ও দর্শনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। প্রদর্শনীতে উন্মোচন করা হয়েছে গুণবতীর নতুন বাঁশনির্মিত রান্নাঘরের সামগ্রীর সংগ্রহ ‘রান্নাঘরের অনুষঙ্গ’, যা ফরিদপুর জেলার ঋষিপাড়ার কারুশিল্পীদের হাতে তৈরি। এই পণ্যের প্রতিটি উপাদান বাংলার ঐতিহ্যবাহী নকশা ও ব্যবহারিক প্রয়োজনের এক সফল সমন্বয়। উদ্বোধনী আয়োজনে আগত দর্শনার্থী গুণবতীর একজন মুখপাত্র বলেন, ‘‘শেকড়ের গল্প’-এর মাধ্যমে আমরা প্রতিদিন ব্যবহৃত জিনিসের নীরব শক্তি এবং গৃহিণীদের সৃজনশীল ক্ষমতাকে সম্মান জানাতে চাই। এটি কেবল একটি প্রদর্শনী নয়—এটি এক সাংস্কৃতিক আন্দোলন, যা ঐতিহ্য সংরক্ষণ, কারিগরদের ক্ষমতায়ন এবং টেকসই জীবনধারার চর্চা প্রসারে নিবেদিত।”

প্রদর্শনীর সময়সূচি, ১১ থেকে ১৩ এপ্রিল রোজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনীর তৃতীয় ও শেষ দিনের বিশেষ আয়োজনে থাকছে, শিল্পকর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুর যাপন’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়