X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৩:৩৬আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২০:২৫

এক দশক ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। প্রায় প্রতি বছরই দেশে আসেন লম্বা ছুটি নিয়ে, অবকাশযাপনের মতো। তবে সম্প্রতি তিনি দেশে এসেছিলেন মাত্র ৮ ঘণ্টার জন্য, তাও আবার এক কাপড়ে!

যেটা এক কথায় অবিশ্বাস্য।

শাবনূর জানান, তার এবারের দেশে আসাটা অন্য সময়ের মতো ছিল না। অন্য সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার পুরোটা সময় কেটেছে অস্থিরতায়। অবস্থা এমন যে যত দ্রুত ঢাকায় নামতে পারবেন, ততটাই মঙ্গল। অভিনেত্রী জানান, তার মা অসুস্থতায় ভুগছেন। আর এই কারণেই তাড়াহুড়ো করে মাত্র কয়েক ঘণ্টার জন্য দেশে এসেছেন। শাবনূর গত ২৮ মার্চ ঢাকায় নেমেছেন শাবনূর। ৮ ঘণ্টা পর ফিরেও গেছেন। যা মিডিয়ার কেউ সেভাবে টেরও পায়নি। গণমাধ্যমের সঙ্গে সম্প্রতি আলাপকালে এসব তথ্য জানান শাবনূর। 

অভিনেত্রীর মা, ভাই-বোন এবং তাদের পরিবারের সদস্যরাও অস্ট্রেলিয়ায় বসবাস করেন। কিন্তু ছয় মাস ধরে বাংলাদেশে থাকছেন শাবনূরের মা। এরই মধ্যে তিনি মায়ের অসুস্থতার খবর পান। তাই এই ঝটিকা সফরে তাকে ঢাকায় আসতে হয়।

মায়ের অসুস্থতা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হচ্ছিল। ঢাকার বড় বড় হাসপাতালের ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন। কিন্তু কোনোভাবেই তারা আম্মার রোগ ধরতে পারছিলেন না। এদিকে শ্বাসকষ্ট বাড়তে থাকে। একটা সময় বোঝা গেলো আম্মার নিউমোনিয়া হয়েছে। এর বাইরে আরও কয়েকটি সমস্যা ছিল। ২৮ মার্চ তো এমন অবস্থা হয়েছিল, আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেন। শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। সেদিন আম্মার শারীরিক অবস্থাও জানতে পারছিলাম না। কারণ তিনি কথা বলতে পারছিলেন না। আম্মার দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন, তাকে শুধু বলেছি, আমি আসা পর্যন্ত আম্মার সঙ্গে থাকতে। আম্মাকে মানসিকভাবে শক্তি ও সাহস দিতে।’ শাবনূর মায়ের অসুস্থতা বাড়তে থাকায় সেদিনই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন শাবনূর। যোগ করে অভিনেত্রী বলেন, ‘এরপর টিকিট খোঁজা শুরু করি। সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই। আমার বোন আর ভাইয়েরা বলছিল, এ অবস্থায় একা যেতে পারবা তো? তারা কেউ সঙ্গে আসবে নাকি? আমি বললাম একাই যাবো। কোনও সমস্যা হবে না। লাগেজ নিইনি, তাই কোনও কাপড়চোপড় নিইনি। বলা যায়, এক কাপড়েই উড়াল দিই। পাসপোর্ট, টিকিট ও একটা ব্যাকপ্যাক সঙ্গী করেই আমি বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশে রওনা হই। প্লেনের পুরোটা সময়, ট্রানজিটের সময়—কীভাবে যে কেটেছে, তা বলে বোঝাতে পারবো না। আম্মার জন্য শুধু দোয়া করছিলাম।’

এবার এসে শাবনূর তার অসুস্থ মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় খোঁজ নিয়ে জানতে পারলাম, চিকিৎসকরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলছেন। একপর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বলেন। কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না।’

সবশেষে শাবনূর বলেন, ‘এরপরই অস্ট্রেলিয়ায় ফিরে এখানে একটি হাসপাতালে ভর্তি করেছিলাম। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় মা এখন পুরোপুরি সুস্থ।’ শাবনূর/ ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অঞ্জনার প্রস্থানে স্মৃতিকাতর শাবনূর 
অঞ্জনার প্রস্থানে স্মৃতিকাতর শাবনূর 
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
বিনোদন বিভাগের সর্বশেষ
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ