X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?

বিনোদন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৪:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৮

বলা যায়, বেশ মুশকিলেই পড়েছেন সালমান খান। অনেক আশা জাগিয়ে এক বছর পর এই ঈদে সিনেমা নিয়ে ফিরেছেন সাল্লু ভাই। কিন্তু এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি ‘সিকান্দার’।

সবাই ভেবেছিলো, এটি হতে যাচ্ছে সালমানের কামব্যাক সিনেমা। ভক্তরাও অধীর অপেক্ষা করছিলেন। আবার এখানে যুক্ত হয়েছেন দক্ষিণি তারকা রাশমিকা মান্দানাও। ধরেই নেওয়া হয়েছিলো, ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে ‘সিকান্দার’। কিন্তু হালে পানি পাচ্ছে না সিনেমাটি। উল্টো প্রথম দিন থেকেই খবর মিলছে ভরাডুবির। 
 
মুক্তির চতুর্থ দিন (২ এপ্রিল) ‍সিনেমাটির টিকিট বিক্রি কমেছে ৫০ শতাংশ। এদিন সিনেমাটি আয় করেছে ৯.৭৫ কোটি রুপি।
    
বলা দরকার, ৩০ মার্চ মুক্তি পায় ‘সিকান্দার’। প্রথম দিনে ২৬ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। ঈদের দিন (৩১ মার্চ) ২৯ কোটি। এরপর ১ এপ্রিল ১৯.৫ কোটি।
 
মুক্তির ৪ দিন পর দেশীয় বক্স অফিসে সিনেমাটির মোট বিক্রি দাঁড়িয়েছে ৮৪.২৫ কোটি রুপি।

মোট ২০০ কোটি রূপি বাজেটে নির্মিত ‘সিকান্দার’। যে অবস্থা তাতে, মূলধন উঠবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন।

মুক্তির আগে থেকেই এই সিনেমার সঙ্গে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার তুলনা চলে আসছে। তবে বলিউড সিনেমার এই পতন আবারও মনে করিয়ে দিচ্ছে দক্ষিণি সিনেমার মাহাত্ম। 
‘সিকান্দার’-এর এই ভরাডুবির জন্য অনেকে সালমানের দুর্বল অভিনয়কে ইঙ্গিত করছে।
  
উল্লেখ্য, এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। 
সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। 

‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।

সূত্র: এনডিটিভি 

/সিবি/এমএম/
সম্পর্কিত
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
২৫ বছর পর তারা আবার একসঙ্গে…
২৫ বছর পর তারা আবার একসঙ্গে…
‘সিকান্দার’-এর ২৬ দৃশ্যে সংশোধন!
‘সিকান্দার’-এর ২৬ দৃশ্যে সংশোধন!
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
বিনোদন বিভাগের সর্বশেষ
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
কারিনার লক্ষ্য ৭৫!
কারিনার লক্ষ্য ৭৫!
ঈদ উৎসবে অপূর্ণ রুবেলের পাঁচ নাটক
ঈদ উৎসবে অপূর্ণ রুবেলের পাঁচ নাটক
মস্কো প্রতিযোগিতায় বাংলাদেশের ‘মাস্তুল’
মস্কো প্রতিযোগিতায় বাংলাদেশের ‘মাস্তুল’
ঈদের চতুর্থ দিন টিভি পর্দায় যত নাটক
ঈদের চতুর্থ দিন টিভি পর্দায় যত নাটক