বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘লন্ডনী জামাই’। ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আল হাজেন। নাটকে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, আমিন আজাদ, শফিউল ইসলাম বাবু, কাঞ্চনসহ অনেকে। বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের ৭ দিন রাত ৭টা ৩০ মিনিটে।
গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘ব্যস্ততার কারণে এবার ঈদে এই একটিমাত্র নাটকের গল্প লিখেছি। রাশেদ সীমান্ত ও অহনা রহমান দারুণ অভিনয় করেছে এতে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কারণ গল্পের প্রয়োজনেই নাটকের লোকেশন হিসেবে বেছে নেয়া হয়েছে লন্ডন ও বাংলাদেশ।’ নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে টিপু আলম মিলন জানান, রাকিবের বাবা এবং রোজির বাবা ছোটবেলার বন্ধু। রাকিবের বাবা গ্রামের সামান্য কৃষক হলেও রোজির বাবা এখন হাজার কোটি টাকার মালিক। তবে রোজির বাবা যে এত ধন সম্পদের মালিক হয়েছে তার পেছনে অবদান রাকিবের বাবারই। তাই রোজির বাবা তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তার একমাত্র মেয়ে রোজিকে রাকিবের সঙ্গে টেলিফোনে বিয়ের ব্যবস্থা করেন। লন্ডনপ্রবাসী আধুনিক রোজি বাবার মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়। কারণ সে ভাবে গ্রামের অশিক্ষিত মূর্খ ছেলে রাকিব, সে কি আর কোনোদিন লন্ডন আসতে পারবে?
এতে রোজি চরিত্রে অহনা আর রাকিব চরিত্রে অভিনয় করেছেন রাশেদ।