অ্যাড্রিয়েন ব্রডি ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য তার দ্বিতীয় সেরা অভিনেতার অস্কার জিতেছেন। এখানে তিনি একজন হাঙ্গেরীয়-ইহুদি স্থপতির চরিত্রে অভিনয় করেছেন। যিনি গণহত্যা থেকে বেঁচে যান এবং নতুন জীবন গড়ার আশায় আমেরিকায় পাড়ি জমান।
‘দ্য ব্রুটালিস্ট’ মোট ১০টি অস্কারের জন্য মনোনীত হয়েছিলো। যেগুলোর মধ্যে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা (গাই পিয়ার্স), সেরা সহ- অভিনেত্রী (ফেলিসিটি জোন্স), সেরা রচনা (করবেট, মোনা ফাস্টভোল্ড), সেরা সম্পাদনা (ডেভিড জ্যান্সো) এবং সেরা প্রোডাকশন ডিজাইন (জুডি বেকার), সেরা সেট (প্যাট্রিসিয়া কুসিয়া) অন্তর্ভুক্ত ছিল।
অস্কার আসরের পর সিনেমাটি নিয়ে আগ্রহ বেড়েছে বিশ্বজুড়ে। ছবিটি মুক্তির তারিখসহ এটি কবে কখন কিভাবে দেখা যাবে, সেটি নিয়েও কৌতূহলের যেন কমতি নেই। সেটি মেটানোর জন্যই এই খোঁজ।
অনেকেই জানেন না, ‘দ্য ব্রুটালিস্ট’ যুক্তরাষ্ট্রের বড় পর্দায় ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পায়। ধারনা করা হচ্ছে, এটি মার্চ বা এপ্রিল মাসে ম্যাক্সে দেখানো হবে। এছাড়া প্রিমিয়াম ভিডিও-অন-ডিমান্ড প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যাবে। প্রাইম ভিডিও, অ্যাপল টিভিতে ১৯.৯৯ ডলার খরচ করে দেখা যাবে এটি।
এছাড়াও চাইলে ২০২৪ সালে প্রকাশিত ব্র্যাডি করবেট এবং মোনা ফাস্টভোল্ডের লেখা ‘দ্য ব্রুটালিস্ট: দ্য স্ক্রিপ্টস’ ই-বুক হিসেবে ৩.৯৯ ডলার মূল্যে অ্যামাজনে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ব্র্যাডি করবেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অ্যাড্রিয়েন ব্রডি ছাড়াও অভিনয় করেছেন ফেলিসিটি জোন্স, গাই পিয়ার্স, জো অ্যালউইন, রাফি ক্যাসিডি, স্ট্যাসি মার্টিন, এমা লেয়ার্ড, আইজাক ডি ব্যাঙ্কোলে, আলেসান্দ্রো নিভোলা প্রমুখ। সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩৫ মিনিট।
এই সিনেমাটির জন্য দ্বিতীয়বারের মতো অ্যাড্রিয়েন ব্রডি অস্কার জিতেছেন। এর আগে ২০০৩ সালের অস্কারে রোমান পোলানস্কির ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমায় পিয়ানোবাদকের চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।