X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

দিনজুড়ে একুশের বিশেষ আয়োজনে বিটিভি

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন একুশে ফেব্রুয়ারি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সেজেছে বিশেষ আয়োজনে।

দিনব্যাপী সম্প্রচারিত অনুষ্ঠানমালায় এদিন সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, ১০টা ৪০ মিনিটে ‘শিশুতোষ অনুষ্ঠান’, ১১টা ২০ মিনিটে ‘কবিতা আবৃত্তি’।

বিকাল সাড়ে ৪টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। বিনোদ রায়ের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেছেন শফি মন্ডল, সাজিয়া সুলতানা পুতুল, বশিরুজ্জামান সাব্বির, ঝিলিক, কামরুজ্জামান রাব্বি, মুহিন ও স্বরলিপি। ৫টা ৪০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কথাসাহিত্যে অমর একুশে’, ৬টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য ‘একুশের চেতনায় জাতিসত্তা ও স্বাধীনতা’।

বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। সাড়ে ৮টায় রয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বর্ণমালার গান’।

জামিউর রহমান লেমনের রচনায় এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। অভিনয় করেছেন নাজিয়া ফারহা, কবির হোসেন, জেবা জান্নাত, হুমায়ূন কাবেরী, গাজী ফারুক প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে- আবির, শুভ ও নিশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর বাংলা ভাষাতত্ত্ব ও বর্ণমালা বিকাশের ওপর পিএইচডি করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি শিক্ষার্থী লারা। গবেষণার কাজ সম্পন্ন করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ভিনদেশী শিক্ষার্থী লারা বাংলা ভাষার ইতিহাস জানতে গিয়ে অবাক হয়। সে জানতে পারে কীভাবে একটি জাতি তথা বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের রক্ত দিয়েছে।  

একুশে ফেব্রুয়ারিতে পিএইচডি শিক্ষার্থীরা একুশের অনুষ্ঠানের আয়োজন করে। ঐ অনুষ্ঠানে লারা বাংলায় লেখা তার নিজের একটি কবিতা পাঠ করে। বাংলা ভাষা নিয়ে তার লেখা কবিতাটি সবাইকে অবাক করে।

এদিকে, রাত ১০টায় রয়েছে ‘আলেখ্যানুষ্ঠান’। এছাড়াও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়