X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ছাত্রীর সঙ্গে প্রেম, বিস্তর জানালেন সুমন!

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮

‘তোমাকে চাই’ থেকে ‘সাড়া দাও’ কিংবা ‘খোদার কসম জান’-এর মতো গানগুলো যেন অগণিত প্রেমিকের জীবনসংগীত। প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসতে শিখিয়েছে যেসব গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিকবার। লুকোননি কখনও। 

কলকাতা শহরে গুঞ্জন ছড়ালো, ৭৫-এ পা ফেলেও প্রেমে পড়লেন গানওয়ালা। স্বীকার করলেন, প্রেমে আছেন। প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, আদর করেন, চুমু খান। কিন্তু কে তার নতুন প্রেমিকা, পশ্চিমবঙ্গের অন্যতম দৈনিক আনন্দবাজারকে জানালেন সুমন।

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) এক তরুণীর সঙ্গে ছবি প্রকাশ করলেন কবীর সুমন। ক্যাপশনে লেখা, ‘ভ্যালেন্টাইন ২০২৫’। 

সুমনের কথায়, ‘এসেছো প্রেম, এসেছো আজ কী মহা সমারোহে’। এক দিকে প্রেমে পড়েছেন যেমন স্বীকার করলেন, অন্যদিকে সলজ্জ হেসে সুমন জানালেন, যার সঙ্গে ছবি দিয়েছেন, তিনি তার ছাত্রী! তবে আজকাল তিনি দেখভাল করেন তার। নাম সৌমী বসুমল্লিক, জানালেন সুমন। পেশায় শিক্ষিকা। সুমনের ভাষায়, ‘সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার রাতে একা থাকা বারণ। যে দু-তিন জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।’

যদিও সৌমীকে প্রেমিকা মানতে নারাজ, তবু সৌমীর সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায়, তার প্রায় প্রতিটি ছবির ক্যাপশনে রয়েছে সুমনের গান। যদিও তিনি তার প্রেমিকা কি না, তা বলতে খানিক আড়ষ্ট সুমন।

সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, সেটাও খানিক আচমকা তোলা। সুমনের কথায়, ‘সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।’ 

এবারের ভালোবাসা দিবস উদযাপন প্রসঙ্গে সুমন বলেন, ‘পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’ 

বলা দরকার, বেশ ক’বছর আগে বাংলাদেশের কোকিলকণ্ঠী সাবিনা ইসয়াসমীনের প্রেমে এভাবেই ডুবেছিলেন সুমন। খবর মিলেছে বিয়ে-সংসারের। হলো কিছু যৌথ গানও। যদিও পরে আর সেটির তল খুঁজে পাওয়া যায়নি। সুমন ও সাবিনা

/এমএম/
সম্পর্কিত
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন
৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন
বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন
বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন
অবস্থার উন্নতি,  সাবিনা ইয়াসমীনকে এইচডিইউতে স্থানান্তর
অবস্থার উন্নতি, সাবিনা ইয়াসমীনকে এইচডিইউতে স্থানান্তর
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ