X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

‘তুফান’ শেষে ‘তাণ্ডব’, সঙ্গে নায়িকা চমক

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

দেশ-বিদেশে ‘তুফান’ ঝড় শেষে একই নির্মাতা ও প্রযোজকের ‘তাণ্ডব’-এ যুক্ত হলেন শাকিব খান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শাকিব খান আনুষ্ঠানিকভাবে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। এসময় তার সঙ্গে ছিলেন ‘তুফান’ প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রায়হান রাফী। তারা ‘তাণ্ডব’র চুক্তিপত্রে সই করেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’-এর। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

এদিকে গুঞ্জন উঠেছে, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন জয়া আহসান। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সত্যতা মেলেনি। তবে সংশ্লিষ্টরা কেউ বিষয়টিকে উড়িয়েও দিচ্ছেন না। সম্ভবত চুক্তিসইয়ের অপেক্ষায় আছেন তারা।

শাকিব খান ও জয়া আহসান তবে বিষয়টি সত্য হলে ‘তাণ্ডব’ সিনেমার সুবাদে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয় তারা বেশ সাড়া ফেলেছিলেন। এরপর ২০১৬ সালে এর সিক্যুয়েল (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২) করে সফল জুটির কবর রচনা ঘটে! এরপর আর একসঙ্গে দেখা যায়নি শাকিব-জয়াকে।

সূত্র বলছে, শুধু জয়া আহসানই নন; এই সিনেমায় থাকছেন আরও নায়িকা চমক। জানা গেছে, অন্তত আরও দু’জন শীর্ষ নায়িকা যুক্ত হচ্ছেন ‘তাণ্ডব’-এ।

/এমএম/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়