উৎসব সবে জমে উঠেছে। এরমধ্যে সফলতার সঙ্গে ১১ দিনের মধ্যে ৬ দিন পার করেছে বিশ্বের অন্যতম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪১তম আসর। পশ্চিম যুক্তরাষ্ট্রের পার্বত্য রাজ্য ইউটাহ’র পার্ক সিটি ও সল্ট লেক সিটির বিভিন্ন ভেন্যুতে এরমধ্যে (২৩-২৮ জানুয়ারি) প্রদর্শিত হয়েছে শতাধিক ছোট-বড় সিনেমা। হয়েছে সংগীতের আসর আর সিনেমা নিয়ে বসেছে হরেক বৈঠক। উৎসবটি ঘিরে পাশাপাশি দুটো শহরে পাল্লা দিয়ে চলছে যেন মাইনাস ১০ ডিগ্রির তুষারপাত আর জাঁকালো ইনডোর সিনেমার গরম সব আসর।
এমনই এক মধ্যসময়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) উৎসব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার বিজয়ীদের নাম। এদিন পার্ক সিটির দ্য পার্ক-এ আয়োজিত পুরস্কার প্রদান পার্টিতে নির্বাচিত ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতারা অংশ নেন। এতে সবাইকে ছাপিয়ে আন্তর্জাতিক নন-ফিকশন বিভাগে স্বল্পদৈর্ঘ্য গ্র্যান্ড জুরি পুরস্কার লাভ করেন যুক্তরাজ্যের থিও পানাগোপোলস। সিনেমাটির নাম ‘দ্য ফ্লাওয়ার্স স্ট্যান্ড সাইলেন্টলি, উইটনেসিং’।
সিনেমাটি প্রসঙ্গে জুরি মন্তব্য এমন, ‘একটি সময়োপযোগী, জরুরি ও দৃষ্টিনন্দন উপস্থাপনা। যা উপনিবেশবাদ ও ইতিহাসের পুনর্দখলের প্রশ্ন উত্থাপন করে। আর্কাইভ ফুটেজ ব্যবহার করে নির্মিত এই চলচ্চিত্র নিখুঁত শিল্পীসুলভ দক্ষতায় এক অনন্য আবহ সৃষ্টি করেছে।’
বিজয়ীদের তালিকায় আরও যারা আছেন
জুরি পুরস্কার ইউএস ফিকশন: ‘ট্রকাস দুরাস’
পরিচালক ও চিত্রনাট্যকার: জাজমিন গার্সিয়া
প্রযোজক: স্যালি সু জিন ওহ, মাইতে অ্যাভিনা, স্কট ও’ডোনেল
দেশ: যুক্তরাষ্ট্র
জুরি মন্তব্য, ‘একটি স্বপ্নময় ও চিত্রনাট্যভিত্তিক দৃষ্টিভঙ্গি, যা কঠোর বাস্তবতার পাশাপাশি এক শক্তিশালী ও অন্তরঙ্গ প্রতিকৃতি তুলে ধরে। ছবির ভিজ্যুয়াল ন্যারেটিভ অনবদ্য এবং এটি একটি অপরিহার্য ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা প্রদান করে।’
জুরি পুরস্কার আন্তর্জাতিক ফিকশন: ‘গ্র্যান্ডমা নাই হু প্লেইড ফেভারিটস’
পরিচালক ও চিত্রনাট্যকার: চেংকিয়া
প্রযোজক: ড্যানিয়েল ম্যাটেস ও কারেন মাদার
দেশ: কম্বোডিয়া ও ফ্রান্স
জুরি মন্তব্য, ‘একটি নিখুঁতভাবে নির্মিত হাস্যরসাত্মক এবং হৃদয়স্পর্শী গল্প, যা পারিবারিক ও আত্মপরিচয়ের জটিলতা তুলে ধরে। ব্যতিক্রমী চিত্রনাট্য ও চরিত্রায়ন এই সিনেমাকে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছে।’
জুরি পুরস্কার নন-ফিকশন: ‘উই ওয়ার দ্য সিনারি’
পরিচালক: ক্রিস্টোফার র্যাডক্লিফ
প্রযোজক: ক্যাথি লিন চে ও জেস এক্স. স্নো
দেশ: যুক্তরাষ্ট্র
জুরি মন্তব্য, ‘অনন্য, বুদ্ধিদীপ্ত এবং আনন্দদায়ক দৃষ্টিভঙ্গির গল্প এটি, যা চলচ্চিত্রের প্রভাব ও বাস্তবজীবনের সংযোগ তুলে ধরে। অতীত ও বর্তমানকে নিখুঁতভাবে সংযুক্ত করে, এটি সিনেমার শক্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
জুরি পুরস্কার অ্যানিমেশন: ‘কমো সি লা টিয়েরা সে লাস হুবিয়েরা ট্র্যাগাদো’
পরিচালক ও চিত্রনাট্যকার: নাটালিয়া লিওন
প্রযোজক: লুস ক্যামিলি
দেশ: ফ্রান্স
জুরি মন্তব্য, ‘একটি গভীর ব্যক্তিগত এবং হৃদয়স্পর্শী উপস্থাপনা, যা অ্যানিমেশনের মাধ্যমে বাস্তব ও কল্পনার এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে। সামাজিক বাস্তবতা নিয়ে অত্যন্ত সংবেদনশীল কাজ এটি।’ বিশেষ জুরি পুরস্কার, অ্যানিমেশন পরিচালনা: ‘দ্য ইটিং অব এন অরেঞ্জ’
পরিচালক ও চিত্রনাট্যকার: মে কিনড্রেড-বুথবি
দেশ: যুক্তরাজ্য
জুরি মন্তব্য, ‘একটি জটিল অথচ আবেগপূর্ণ গল্প, যা প্রচলিত সংলাপ বা কাঠামো ছাড়াই নারীর ক্ষমতায়নের এক নতুন সংজ্ঞা তুলে ধরে। শৈল্পিক কৌশল ও আবহ তৈরি করার দক্ষতার জন্য এটি বিশেষভাবে প্রশংসিত।’
বিশেষ জুরি পুরস্কার, পরিচালনা: ‘টাইগার’
পরিচালক ও চিত্রনাট্যকার: লরেন ওয়াটার্স
প্রযোজক: ডানা টাইগার
দেশ: যুক্তরাষ্ট্র
জুরি মন্তব্য, ‘সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণামূলক পরিচালনার মাধ্যমে একটি পরিবার এবং তাদের সাংস্কৃতিক ও শৈল্পিক উত্তরাধিকারকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে।’
পুরস্কার ঘোষণা ও প্রদান করা হলেও সেরা স্বল্পদৈর্ঘ্যগুলোর বেশিরভাগই ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন festival.sundance.org।
সানড্যান্স ইনস্টিটিউট
রবার্ট রেডফোর্ডের প্রতিষ্ঠিত সানড্যান্স ইনস্টিটিউট স্বাধীন নির্মাতাদের সহায়তা প্রদান করে এবং নতুন কণ্ঠস্বরকে বিশ্বদরবারে তুলে ধরতে সাহায্য করে।
সানড্যান্স চলচ্চিত্র উৎসব
১৯৮৫ সাল থেকে সানড্যান্স চলচ্চিত্র উৎসব স্বাধীন নির্মাতাদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের আয়োজনের পর্দা উঠেছিলো ২৩ জানুয়ারি। নামার কথা রয়েছে ২ ফেব্রুয়ারি। সে পর্যন্ত পার্ক সিটি ও সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে সিনেমার আয়োজনগুলো।