X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বাধ্য হয়ে বিয়ে!

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৮:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গন্ডগোল’ নাটকে।

জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। যা ইউটিউবে উন্মুক্ত হয়েছে ৯ জানুয়ারি। একদিনের মাথায় নাটকটির ভিউ অতিক্রম করেছে ১২ লাখের ঘর। আর মন্তব্যের ঘরে পড়ছে তুমুল করতালি।   

গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা। অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকায় কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। জোভান ও তটিনী

এখানে অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে। আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।

নির্মাতা মাসরিকুল আলম জানান, ‘নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।’ 

‘বিয়ের গন্ডগোল’-এ আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

বিয়ের গন্ডগোল:

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘তোমাদের গল্প’, কাঁদাচ্ছে দর্শক
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘তোমাদের গল্প’, কাঁদাচ্ছে দর্শক
সুন্দরবনে জোভান-তটিনীর অ্যাডভেঞ্চার!
সুন্দরবনে জোভান-তটিনীর অ্যাডভেঞ্চার!
তটিনী যেভাবে প্রবাসী জোভানের স্ত্রী!
তটিনী যেভাবে প্রবাসী জোভানের স্ত্রী!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
প্রথম একসঙ্গে...
প্রথম একসঙ্গে...
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা