X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ০০:৫৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০১:১৯

বছরের প্রথম দিনেই ঢালিউডে এলো রক্তাক্ত এক সিনেমার খবর। নাম তার ‘টগর’। ছবিটির অ্যানাউন্সমেন্ট টিজারে দেখা মিলেছে নৃশংস প্রতিশোধে মাতাল তুই মুখ- আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘীকে।

সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান, আর প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। নাম ভূমিকায় অভিনয় করছেন আদর, আর তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দিঘী।

টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’-এর টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে।

সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম, সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। আদর ও দীঘি আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’ 

অন্যদিকে দিঘী বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’

সিনেমাটির চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু এবং রূপসজ্জা করছেন মনির হোসেন।

টিজার লিংক:

 

/এমএম/
সম্পর্কিত
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
অন্তর্জালে পরী, প্রেক্ষাগৃহে দীঘি
এ সপ্তাহের ছবি ও সিরিজঅন্তর্জালে পরী, প্রেক্ষাগৃহে দীঘি
দীঘির বিয়ের আনুষ্ঠানিকতায় আর কোনও বাধা নেই!
দীঘির বিয়ের আনুষ্ঠানিকতায় আর কোনও বাধা নেই!
প্রেক্ষাগৃহের স্থবিরতা ভাঙতে এগিয়ে এলো ওটিটি!
প্রেক্ষাগৃহের স্থবিরতা ভাঙতে এগিয়ে এলো ওটিটি!
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী