অসংখ্য নারী ভক্তের ক্রাশ বরুণ ধাওয়ান। তাকে নিয়ে নারীদের উন্মাদনা চোখে পড়ার মতো। সম্প্রতি এই অভিনেতা শেয়ার করেছেন এমন কিছু অভিজ্ঞতা যাতে বোঝা যায়, নারীরা বরুণকে কতোটা পছন্দ করেন।
বরুণ অভিনীত ‘বেবি জন’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। বর্তমানে সেটির প্রচারণায় ব্যস্ত এই অভিনেতা। এরই মাঝে এক সাক্ষাৎকারে অভিনেতা শেয়ার করলেন এক নারী ভক্তকে নিয়ে অদ্ভুত অভিজ্ঞতা।
সাক্ষাৎকারে বরুণ জানান, একবার এক মহিলা বিনা অনুমতিতে তার বাড়িতে চলে এসেছিলেন। দেখা হতেই বরুণকে ওই মহিলা বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, নায়ক তার জন্য নিজের পরিবার ছাড়তেও প্রস্তুত! কারণ, মুঠোফোনে খোদ বরুণই নাকি কথা বলেছেন ওই নারী ভক্তকে।
বরুণ এও জানান, উক্ত নারী ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তির স্ত্রী। বরুণ বলেন, ‘কেউ সম্ভবত আমার নাম ব্যবহার করে ফোনে তার সঙ্গে প্রেম শুরু করেছেন। ভদ্রমহিলা আমার বাড়ির ঠিকানা জানতেন। ফোনের কথা বিশ্বাস করে সোজা আমার বাড়িতে এসে হাজির! শেষ পর্যন্ত মহিলা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।’
ওই সাক্ষাৎকারে বরুণ আরও একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, একবার এক মেয়ে ভক্ত তাকে প্রকাশ্যে জোর করে চুমু খেয়েছিলো।
এ বিষয়ে অভিনেতা বলেন, ‘এটি খুবই অস্বস্তিকর ঘটনা ছিল। কিন্তু এই সমগুলোতে আমি সবসময় নিজেকে ভক্তদের জায়গায় রেখে বিচার বিবেচনা করি।’
উল্লেখ্য, বরুণকে শেষবার দেখা গেছে ২০০৩ সালে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’-এ। এরপর তিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘মুঞ্জা’ এবং ‘স্ত্রী ২’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ বছর ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বরুণ অভিনীত ‘বেবি জন’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।