X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

হলিউড মিশন ফেল হলে যা করতেন প্রিয়াঙ্কা 

বিনোদন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭

বলিউডের সফল গণ্ডি পেরিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন পুরোদস্তুর হলিউড অভিনেত্রী। সেখানেও তিনি সফল। তবে এই পথচলা মোটেও সহজ ছিল না বলিউড পিসির জন্য। ধৈর্য, সাহস আর বিকল্প ভাবনায় ভর করে বলিউডের হাতছানি পেছনে ফেলে প্রিয়াঙ্কা ঠিকই হেঁটে চলেছেন হলিউডের রাস্তায়।

তবে খোলা চোখে প্রিয়াঙ্কার এই দৌড় যত সহজ মনে হচ্ছে, ততটা তো সহজ নয়ই; বরং সেটা ছিল ভীষণ চ্যালেঞ্জের। একেবারে বলিউড থেকে হলিউডে উড়ে গিয়েই যে তিনি সেখানে জায়গা করে নিয়েছেন ব্যাপারটি মোটেও তেমন নয়। পিসিকে খাটতে হয়েছে ভীষণ।

কিন্তু আপনি জানেন কি, হলিউডে পাড়ি জমানোর আগে এই অভিনেত্রী প্ল্যান বি মাথায় রেখেছিলেন? অর্থাৎ তিনি হলিউডে ক্যারিয়ার গড়তে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে ছিলেন। সেই ভাবনা থেকে বলিউড ছাড়ার আগেই এঁকেছিলেন নিজেকে টিকিয়ে রাখার ছক।     

প্রিয়াঙ্কা চোপড়া বিজ্ঞজনেরা বলেন, কোনও কাজে ঝাঁপিয়ে পড়ার আগে মাথায় প্ল্যান বি রাখতে হয়। আর বুদ্ধিমানরাই এই তত্ত্ব অনুসরণ করেন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যে শুধু ভালো অভিনেত্রী তাই নয়, তিনি বুদ্ধিমতিও বটে। এ কারণেই নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে জীবনযুদ্ধের অন্য ছকও কষে রেখেছিলেন।

একটু ফিরে দেখা যাক ২০০০ সালের দিকে, যখন প্রিয়াঙ্কা চোপড়া ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় জিতেছিলেন, তখন খুব কম মানুষই ভেবেছিলেন তিনি পৌঁছে যাবেন হলিউড ইন্ডাস্ট্রির শীর্ষে। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি তার প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবল পিকচার্স (পিপিপি)’ এর প্রতিষ্ঠাতাও। কিন্তু অনেকেই জানেন না, কাজ খুঁজতে হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এটি তার ব্যাকআপ পরিকল্পনার অন্যতম অংশ ছিলো। 

মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া সদ্য প্রকাশিত ‘সামথিং বিগার শো’-এ প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া মেয়ে হলিউডে যাওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন তা উল্লেখ করেন। পিসিকে বলিউডে তার প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে টিনসেলটাউনে যাওয়ার আগে একটা সুরক্ষা জাল রাখতে বলেছিলেন। তারা যখন পার্পল পেবল পিকচার্স শুরু করেছিলেন তখনকার কথা এটি। যা ছিল আসলে অভিনেত্রীর প্ল্যান বি। 

মধু বলেছিলেন, ‘যখন প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলো, তখন তাকে মনে করিয়ে দিয়েছিলাম, বলিউডে তার শীর্ষ ক্যারিয়ারের কথা। এটি ফেলে যদি সে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায় এবং প্রথম থেকে সংগ্রাম শুরু করতে চায়, তাহলে তার বলিউডে ফিরে আসার মতো কিছু থাকা উচিত।’

প্রিয়াঙ্কা চোপড়া তখনই তিনি তার মেয়েকে পরামর্শ দিয়েছিলেন, ‘সবকিছু ত্যাগ করে চলে যেও না।’ মূলত মায়ের কথার সূত্র ধরেই বুদ্ধিমতী প্রিয়াঙ্কা গড়ে তোলেন পার্পল পেবল পিকসার্স। পরিকল্পনা ছিলো, হলিউড থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হলে বলিউডেও পুরনো জায়গা হবে না তার। সেই ভাবনা থেকেই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যার মাধ্যমে বলিউডে ফিরে এসে নিজেই সিনেমা ব্যবসায় জড়াতে পারেন।

যদিও তেমন পরিস্থিতির শিকার হতে হয়নি এখনও প্রিয়াঙ্কাকে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানটি ঠিকই টিকে আছে এখনও।

প্রিয়াঙ্কা চোপড়া ২০১৫ সালে ‘কোয়ান্টিকো’ সিরিজ দিয়ে প্রিয়াঙ্কার হলিউড যাত্রা। তারপর একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন সাবেক এই বিশ্বসুন্দরী। বিয়ের পর স্বামীর সাথে আমেরিকাতেই বাস করেন তিনি। তাদের ঘরে আছে একমাত্র মেয়ে সন্তান মালতি।

প্রিয়াঙ্কা চোপড়া দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। পরের দুই বছরে তিনি ফোর্বস ম্যাগাজিনের তৈরি বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় এবং ২০২২ সালে বিবিসির ১০০ নারীর তালিকায় অন্তর্ভুক্ত হন। প্রিয়াঙ্কা চোপড়া সূত্র: পিংক ভিলা 

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!