X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

মৃত্যুবার্ষিকীতে এলো সিনেমার টিজার

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬

বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের পুরোধা আনোয়ার হোসেন। যার সিনেমাটোগ্রাফির মধ্য দিয়েই দেশীয় চলচ্চিত্রে নতুন ও আধুনিক দিক উন্মোচিত হয়েছে বলে বিশ্বাস করেন অনেকে। তার ক্যামেরায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ উঠে এসেছে, যা ইতিহাসের অন্যতম দলিল হিসেবে বিবেচিত হয়।   

২০১৮ সালের এই দিনে (১ ডিসেম্বর) হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমান এই চিত্রকর। তবে তারও তিন বছর আগে থেকে শুরু হয়েছিলো তার জীবনী নির্ভর সিনেমা ‘কে তাহারে চিনতে পারে’। এটি নির্মাণ করছেন নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়েত হোসেন মামুন।

৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আনোয়ার হোসেন স্মরণে প্রকাশ হলো সিনেমাটির টিজার। প্রযোজনা প্রতিষ্ঠান ‘আখড়া’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ৩৪ সেকেন্ডের এই টিজার প্রকাশ হয়। যাতে অনবদ্য সিনেমাটোগ্রাফির মাঝে শোনা যায় আনোয়ার হোসেনের কণ্ঠ। শেষে দেখা যায় এই ছবিয়ালকেও।

নির্মাতা বেলায়েত হোসেন মামুন বলেন, ‘সিনেমাটির নির্মাণ শুরু করি ২০১৫ সালে। ২০১৮ সাল পর্যন্ত চলে এর দৃশ্যধারণ। তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর হঠাৎ মারা যান তিনি। ফলে সিনেমার কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এরমধ্যে কাজ প্রায় শেষ। চলছে মুক্তির প্রস্তুতি।’

তিনি আরও জানান, আনোয়ার হোসেনের জীবনাদর্শন, স্বপ্ন এবং শিল্পদৃষ্টি এই সিনেমায় খুঁজে পাওয়া যাবে। তার কীর্তি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই নির্মিত হয়েছে ‘কে তাহারে চিনতে পারে’।

কিছুদিনের মধ্যেই সিনেমাটি প্রদর্শনীর জন্য প্রস্তুত হবে, ভরসা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আখড়া।ছোটবেলায় আঁকাআঁকির মাধ্যমেই রঙের দুনিয়ার সাথে পরিচয় ঘটে এই বরেণ্য আলোকচিত্রীর। ভর্তি হয়েছিলেন বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগে, কিন্তু স্থপতি হওয়ার পাঠ না চুকিয়েই সিনেমাটোগ্রাফি পড়তে চলে যান ভারতের পুনেতে। ক্যামেরা হাতে কাজ করেছেন ‘সূর্যদীঘল বাড়ী’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে। পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

চিত্রগ্রাহক পরিচয়ের চেয়েও তিনি খ্যাতিমান ছিলেন আলোকচিত্রী হিসেবে। দেশের বাইরেও তার সে খ্যাতি আছে। তার হাত ধরেই এদেশের তৈরি হয়েছেন অসংখ্য আলোকচিত্রী। আনোয়ার হোসেনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো হলো- ‘সূর্যদীঘল বাড়ী’ (১৯৭৯), ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ (১৯৮০), ‘পুরস্কার’ (১৯৮৩), ‘অন্য জীবন’ (১৯৯৫) ও ‘লালসালু’ (২০০১) প্রভৃতি।

/সিবি/এমএম/
সম্পর্কিত
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
আবারও বিচারক পূর্ণিমা  
আবারও বিচারক পূর্ণিমা