সবাইকে চমকে দিয়ে বিয়ের ঘোষণা দিলেন চিত্রনায়িকা কেয়া। ২৮ নভেম্বর মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান তিনি।
জানা গেছে, পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।
কেয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বলা দরকার, মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। এরপর টানা সিনেমায় অভিনয় করেন। নায়ক হিসেবে পান মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো তারকাদের।
মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া। এরপর ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা।