X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

অপূর্বর ‘চালচিত্র’ চমক

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৪২

টিভি নাটকের রাজত্ব পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। কিন্তু সিনেমার ব্যাট-বলটা যেন তার হাতের মুঠোয় মিলছিলো না। অপূর্ব ভক্তদের এ নিয়ে রাজ্যের আক্ষেপ জমা।

এবার বুঝি সেই আক্ষেপ কাটার সময় এসেছে। যার প্রাথমিক ঝলক মিলেছে টলিউড থেকে। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির নাম ‘চালচিত্র’। সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে এবার। যে পোস্টার দেখে চমকে উঠেছেন অপূর্ব ভক্তরা। যে পোস্টারে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে। যার মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘চালচিত্র’। যার মাধ্যমে জয়া আহসান, শাকিব খান, মিথিলা, শুভর পরে ওপারে দারুণ অভিষেক হতে যাচ্ছে ঢাকার ‘বড় ছেলে’র।

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, ‘গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

এই সিনেমায় অপূর্বর সঙ্গে রয়েছেন টলিউডের নামজাদা সব অভিনেতারা- টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

পোস্টারে অপূর্ব লুক ২৪ নভেম্বর সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

অনুমান করা যায়, রহস্যময় ‘চালচিত্র’র পুরোটা জুড়ে শাসন করবেন অপূর্ব।

‘চালচিত্র’ পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত।

/এসএস/এমএম/
সম্পর্কিত
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক
ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক
৪ দিনেই ১০ মিলিয়ন!
৪ দিনেই ১০ মিলিয়ন!
যে নাটক দেখে দর্শক বলছে সিনেমা!
যে নাটক দেখে দর্শক বলছে সিনেমা!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
প্রথম একসঙ্গে...
প্রথম একসঙ্গে...
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!