X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

২০২৪ সালের হায়েস্ট কালেকশন ‘দরদ’-এর: শাকিব

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৪, ০০:৫৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩:১৯

মুক্তির এক সপ্তাহ পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলো ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং। যেখানে দেশের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। 

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হয়ে শাকিব খান দাবি করেন, চলতি বছরের সর্বোচ্চ কালেকশন নাকি ‘দরদ’ থেকে এসেছে!

তথ্যটি তিনি যখন দিলেন, তখন ছবিটি দর্শক খরায় ভুগছে, রিভিউ নেতিবাচক, এমনকি ঘটেছে পাইরেসির ঘটনাও। 

তবুও শাকিব খান ও একঝাঁক তারকার উপস্থিতিতে বিশেষ স্ক্রিনিং শো-টি হয়ে ওঠে উৎসবমুখর। যদিও এটি ছবির স্পেশাল স্ক্রিনিং তথা প্রচারণার অংশ ছিলো নাকি একনল পণ্যের প্রমোশন ছিলো, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। 

২০২৪ সালের হায়েস্ট কালেকশন ‘দরদ’-এর: শাকিব জমজমাট এই ইভেন্টে শাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মতো জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ।

সিনেমা দেখা শেষে শাকিব খানের মন্তব্য থেকে আরও স্পষ্ট হবে এটি আসলে ‘দরদ’ শো ছিলো নাকি সিনেমা-মোড়কে একটি পণ্যের প্রচারণা ছিলো! খান বলেন, “একনল বরাবরই সুরক্ষা ও সুস্থতা নিশ্চিতে সহায়ক। আর সুস্থতা ও সুরক্ষা যদি নিশ্চিত করা যায় তাহলে সবাই মিলে একসাথে কোনোকিছু উপভোগ করা আরও আনন্দদায়ক হয়, আরও নিরাপদ হয়। তাই আজকে আমরা এখানে মিলিত হয়েছি সবাই মিলে একসাথে ‘দরদ’-এর স্পেশাল স্ক্রিনিং উপভোগ করার জন্য। আর এটা খুব সুন্দরভাবে আয়োজন করেছে রিমার্ক হারল্যানের হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল। সত্যিকার অর্থেই আমাদের আজকের এই ইভেন্টটি কেটেছে সুস্থতায়, আনন্দে।’’

২০২৪ সালের হায়েস্ট কালেকশন ‘দরদ’-এর: শাকিব ‘দরদ’ সিনেমা প্রসঙ্গে এটুকুই শুধু বললেন, ‘‘এ বছরের হায়েস্ট ওপেনিং কালেকশন ‘দরদ’র। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘কোটি টাকার কাবিন’ এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে আজকে ‘দরদ’ দিয়েও প্রমাণ করলো যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’’ 

বিদেশি নায়িকাদের সাথে বেশি কাজ করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেশি নায়িকাদের সিডিউল পাচ্ছিনা। যেহেতু বছরে দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’

বলা দরকার, ‘দরদ’-এ শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। তার শুটিং চলতি সিনেমা ‘বরবাদ’-এ নায়িকা ইধিকা পাল। ২০২৪ সালের হায়েস্ট কালেকশন ‘দরদ’-এর: শাকিব

/এসএস/এমএম/
সম্পর্কিত
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য