X
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

অন্য পরিচয়ে ফিরছেন ফারিয়া

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৩:৪৪

অনেকটা পল্লী বিদ্যুতের গতিবিধির মতো। এই জ্বলে উঠে এই ফুড়ুৎ। তবুও ‘দেবী’-কন্যার প্রতি আগ্রহের যেন কমতি নেই দর্শকদের। কারণ তিনি হঠাৎ হারিয়ে গিয়ে ফিরে আসেন নতুন কোনও খবরে। চমকে দেন সোশ্যাল হ্যান্ডেলে লেখা আর ছবিতেও।

যেমন এলেন এবারও। 

মাঝে ব্যক্তিজীবন, পড়াশোনা, সাংবাদিকতা আর চাকরির সুবাদে মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন আলগোছে। গত ঈদে সাজিন আহমেদ বাবুর অনুরোধে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। নাটকটি করে ভালোই প্রশংসা কামিয়ে ফের ফুড়ুৎ।

শবনম ফারিয়া সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে ফিরেছেন একেবারে নতুন লুকে। ওজন কমিয়ে ঝরঝরে শবনম। সঙ্গে জানা গেলো তার ফেরার খবর। অভিনেত্রী খুলতে যাচ্ছেন নতুন অধ্যায়। না, ফের বিয়ের খবর নয়। তিনি শুরু করছেন বিচারকের ক্যারিয়ার!

আদালতের এজলাসে নয়, তিনি বসছেন একটি রিয়েলিটি শো’য়ের বিচারকের আসনে। না, সুন্দরী প্রতিযোগিতা নয়। এটি কমেডিভিত্তিক শো। নাম ‘হা শো’। এনটিভিতে যা চলছে গত ছ’বছর ধরে। সপ্তম আসরে তিন প্রধান বিচারকের মাঝের সিটে বসতে যাচ্ছেন তিনি।

তার দুই পাশে থাকছেন দুই খান। না শাকিব খান-জায়েদ খান নন। থাকছেন অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।
 
শবনম ফারিয়া শবনম বলেন, ‘‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।’’ 

জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের স্টুডিও শুটিংয়ের কাজ শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও এলাকায় এনটিভির স্টুডিওতে।

২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন যৌথভাবে কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। শবনম ফারিয়া

/এএমএম/এমএম/
সম্পর্কিত
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
আমি নিশ্চিত মুক্তিযোদ্ধারাও এখন বিব্রত: শবনম ফারিয়া
আমি নিশ্চিত মুক্তিযোদ্ধারাও এখন বিব্রত: শবনম ফারিয়া
পরাজয় নিশ্চিত জেনেও মোশাররফ করিমের ফেরা!
পরাজয় নিশ্চিত জেনেও মোশাররফ করিমের ফেরা!
বিনোদন বিভাগের সর্বশেষ
মিতা হকের মৃত্যুবার্ষিকীতে...
মিতা হকের মৃত্যুবার্ষিকীতে...
ডলি সায়ন্তনীর সহশিল্পী তারই তিন কন্যা
ডলি সায়ন্তনীর সহশিল্পী তারই তিন কন্যা
সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই: ছায়ানট
সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই: ছায়ানট
কানে জাহ্নবী-ঈশানের ছবি, চমক আছে আরও!
কানে জাহ্নবী-ঈশানের ছবি, চমক আছে আরও!
তানভীর তারেকের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’
তানভীর তারেকের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’