X
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাচ্ছে উর্দু ভাষায় ‘তুফান’

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ১৭:০০আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮:১৩

দেশ-বিদেশে ‘তুফান’ তাণ্ডব ভালোই চলছিলো, যদিও সেটি মাঝপথে থমকে গেছে জুলাই বিপ্লবের কারণে। এরপর শাকিব খান ও রায়হান রাফীর নতুন নতুন অনেক সিনেমার খবর প্রকাশ্যে এলেও ‘তুফান’র রেশ যেন রয়ে গেল এখনও। 

তারই সূত্র ধরে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। যেখানে বাংলাদেশের সিনেমা মুক্তির খবর সচরাচর মেলে না।

সংশ্লিষ্টরা জানালেন, ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির উর্দু ভাষায় ডাবিং। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।  

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে। জানান নির্মাতা রায়হান রাফী।

শাকিব ও মিমি নির্মাতা বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

এদিকে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরইমধ্যে ‘তুফান’ পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্র জানিয়েছে, ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ৪২ কোটি টাকার ব্যবসার করেছিল।

‘তুফান’-এ শাকিব খান এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

বলা দরকার, এর আগে গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ সিনেমা দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তি প্রক্রিয়া শুরু হয়।

/এসএস/এমএম/
সম্পর্কিত
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিব খানের সিনেমা
সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিব খানের সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
তারকাদের বর্ষবরণ...
তারকাদের বর্ষবরণ...
রজতজয়ন্তীতে একুশে টেলিভিশন
রজতজয়ন্তীতে একুশে টেলিভিশন