তারে আমি খুঁজে পাইনি, তবে কেন হারিয়ে ফেলার ভয়...। অদ্ভুত বিষণ্নতার সুরে বাঁধা এমন স্বপ্নীল গানের নাম ‘অনুভূতি’। যা লেখা হয়েছিলে অন্তত ৭ বছর আগে। সেই কথাগুলোয় এবার কণ্ঠ-সুরে প্রাণ দিয়েছে ব্যান্ড ফানুশ।
সম্প্রতি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত হলো। প্রকাশের পর থেকে শ্রোতাদের পক্ষ থেকে সাড়াও মিলছে বেশ। জানান ব্যান্ড সদস্যরা।
ব্যান্ড হিসেবে ‘ফানুশ’ অতোটা পরিচিতি না পেলেও এর ভোকাল জিসান খান শুভ নিজ গুণে আগে থেকেই দারুণ জনপ্রিয়। তিনি জানান, ‘অনুভূতি’র কথা ও সুর তার নিজের তৈরি। সংগীতায়োজন করেছে ব্যান্ডের সবাই মিলে। মিক্সড-মাস্টার করেছেন সাকিন ইকতেদার। ভিডিওতে জিসানের সঙ্গে মডেল হয়েছেন আফরিন তন্বী। নির্মাণ করেছেন তানিম আহমেদ তন্ময়।
গানটি প্রসঙ্গে শুভ বলেন, ‘এটি প্রায় সাত বছর আগে লেখা। মাস তিনেক আগে গানটির রেকর্ডিং হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে গানটি প্রকাশ করলাম। রেসপন্স খুবই ভালো। এরই মধ্যে আমরা অ্যালবামের তৃতীয় গানের রেকর্ডিং শুরু করেছি। শ্রোতাদের জন্য আরও ভালো কিছু আসতে চলছে।’
‘অনুভূতি’ ব্যান্ডটির প্রথম স্টুডিও অ্যালবাম ‘উন্মাদ’-এর দ্বিতীয় গান। এর আগে অ্যালবামের প্রকাশিত প্রথম গানটি ছিলো ‘লীলাবালী’।
‘ফানুশ’-এর লাইনআপে রয়েছেন জিসান খান শুভ (ভোকাল), মাহাদী হাসান সাব্বির (গিটার), রোহিত জাহান নিলয় (গিটার), প্রিন্স ডি’কস্তা (বেজ গিটার) এবং নাফিজ আবরার জ্যাকি (ড্রামস)।
গানের লিংক: