X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
এ সপ্তাহের সিনেমা

কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!

সুধাময় সরকার
১১ অক্টোবর ২০২৪, ০০:৩১আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৩:৪৬

জুলাই বিপ্লব বিরতির পর ফের দেশের প্রেক্ষাগৃহ সচল হতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ (১১ অক্টোবর) মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘শরতের জবা’। আলোচনার কারণ, টানা ৮ বছর বিরতির পর এই সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হচ্ছেন কুসুম সিকদার। তারচেয়েও বড় বিষয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য, নির্মাণ ও প্রযোজনাও তারই!

যেমন ঘটনা বাংলা সিনেমায় বিরল। এবার দেখা বিষয় সেই বিরল ঘটনাটি দর্শক-সমালোচকরা কতোটা গ্রহণ করে। তবে আশার কথা, ছবিটি প্রথম দিন থেকেই পাচ্ছে রোজ ২০টি করে শো! যা যে কোনও সিনেমা ওপেনিংয়ের জন্য বড় একটি বিষয়। কুসুম সিকদার কুসুম সিকদার জানান, ‘শরতের জবা’ প্রথম সপ্তাহের জন্য তিনি মাত্র দুটি মাল্টিপ্লেক্স বেছে নিয়েছেন। এরমধ্যে স্টার সিনেপ্লেক্স তাদের ঢাকা-চট্টগ্রামের হলগুলোতে রোজ ১৬টি করে শো চালাবে ছবিটির। অন্যদিকে ঢাকার ব্লকবাস্টারে ছবিটি চলবে রোজ ৪টি করে শো।

কুসুমের ভাষ্যে, ‘সত্যি বলতে পরিচালক-প্রযোজক হিসেবে এটি আমার প্রথম সিনেমা। ফলে সিনেমা হল প্রসঙ্গে আমার অভিজ্ঞতা নেই বললেই চলে। তাছাড়া আমি চাইনি, শুরুতেই সিঙ্গেল স্ক্রিনে ছবিটি উঠুক। মাল্টিপ্লেক্স থেকে আমি আগে দর্শকের মতামত পেতে চাই। সে ক্ষেত্রে আমি খুবই ভাগ্যবান, মাল্টিপ্লেক্সগুলো আমাকে যথেষ্ট স্পেস দিয়েছে। পরের সপ্তাহ থেকে আমি দেশের অন্য প্রেক্ষাগৃহে যেতে চাই। আশা করছি, সবাই স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে এসে আমার ছবিটি দেখবেন।’

কুসুম এর আগে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’ ও ‘শঙ্খচিল’ দিয়ে!

৮ বছর পর কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে সেখানেই। কুসুম সিকদার কুসুমের সঙ্গে ছবিটির যৌথ প্রযোজক হিসেবে আছেন ফরিদুর রেজা সাগর।

ছবিটিতে কুসুমের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। ‘শরতের জবা’য় ইয়াশ ও কুসুম কুসুম সিকদার মনে করেন, এই ছবিতে কোনও নামকরা নায়ক নেই, তবে এর গল্পটাই বড় নায়ক। ফলে দর্শকরা গল্পের টানে হলেও ছবিটি দেখতে আসবেন। জানান, গল্পের ধরন প্রেমময় ও ভৌতিক।

‘শরতের জবা’য় একটি গান আছে। এটি গেয়েছেন আলেয়া বেগম। এর কথা লিখেছেন ও সুর করেছেন ইমন চৌধুরী। সংগীতায়োজনে সন্ধি।

২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম সিকদার। এর নাম ‘শেষ অশেষের গল্প’। সে হিসেবে টানা ৬ বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী। কুসুম সিকদার

/এসএস/এমএম/
সম্পর্কিত
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
কুসুমের প্রশ্ন, সব চলছে সিনেমা কেন বন্ধ!
মামানামা-আউট অব দ্য বক্সকুসুমের প্রশ্ন, সব চলছে সিনেমা কেন বন্ধ!
বিনোদন বিভাগের সর্বশেষ
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ