X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নেটফ্লিক্সের এমিলিকে প্যারিসে ফেরাতে মরিয়া ইমানুয়েল ম্যাক্রোঁ!

জনি হক
জনি হক
১০ অক্টোবর ২০২৪, ১৭:৩৫আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:০২

নেটফ্লিক্সের দর্শকপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’ নিয়ে বিতর্কে জড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গল্পে সিরিজটির মূল চরিত্র এমিলির অবস্থান রোম থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি।

আমেরিকান ম্যাগাজিন ভ্যারাইটিতে বুধবার (৯ অক্টোবর) প্রকাশিত এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘‘আমরা আপ্রাণ চেষ্টা চালািবো। এমিলিকে প্যারিসে রাখার জন্য নেটফ্লিক্সকে বলবো আমরা! সিরিজের নাম ‘এমিলি ইন প্যারিস’, অথচ এমিলি থাকবে রোমে! এর কোনও মানে হয় না।’’

কমেডি-ড্রামা সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর চতুর্থ মৌসুমের প্রথম পাঁচটি পর্ব মুক্তি পেয়েছে গত ১৫ আগস্ট। এরপর গত ১২ সেপ্টেম্বর এসেছে পরের পাঁচটি পর্ব। চতুর্থ মৌসুমে আমেরিকান প্রবাসী এমিলি কাজের প্রয়োজনে প্যারিস থেকে রোমে চলে গেছেন। এমিলি কুপার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ-আমেরিকান তারকা লিলি কলিন্স।

লিলি কলিন্স ও অ্যাশলে পার্ক (ডানে) করোনা মহামারিতে লকডাউন চলাকালীন ২০২০ সালের ২ অক্টোবর নেটফ্লিক্সে ‘এমিলি ইন প্যারিস’ মুক্তির পর সারা বিশ্বের দর্শকদের মন জয় করেছে। ফলে ২০২১ সালের ২২ ডিসেম্বর এসেছে দ্বিতীয় মৌসুম। এর ঠিক একবছর পর ২০২২ সালের ২১ ডিসেম্বর নেটফ্লিক্স উপহার দিয়েছে তৃতীয় মৌসুম। 

সিরিজটির গল্পে দেখা যায়, শিকাগো থেকে কমিউনিকেশন্সে মাস্টার্স ডিগ্রি লাভ করা এমিলি কুপার নতুন চাকরির সুযোগ পেয়ে প্যারিসে পাড়ি জমায়। ফরাসি একটি মার্কেটিং ফার্মের কাছে আমেরিকান দৃষ্টিভঙ্গি ও সামাজিক মাধ্যমের গুরুত্ব তুলে ধরার দায়িত্ব দেওয়া হয় তাকে। ক্যারিয়ার, নতুন বন্ধুত্ব ও প্রেমজীবন সমানতালে সামলাতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এমিলি। প্যারিসে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এসে দাঁড়ায় তার সামনে।  

‘এমিলি ইন প্যারিস’ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগ্রহী হয়ে ওঠার কারণ শুধুই প্যারিস নয়। সিরিজটির তৃতীয় মৌসুমের একটি পর্বে তার স্ত্রী ব্রিজিত নিজের ভূমিকায় হাজির হয়েছেন। এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, ‘মাত্র কয়েক মিনিটের দৃশ্য হলেও ব্রিজিতের জন্য খুব ভালো মুহূর্ত কেটেছে। সে এই কাজ করে খুব খুশি হয়েছে। আমারও বেশ ভালো লেগেছে দেখে।’

টিম ‘এমিলি ইন প্যারিস’ ইমানুয়েল ম্যাক্রোঁ যোগ করেছেন, “আমি মনে করি, এমন সিরিজ ফ্রান্সের ভাবমূর্তির জন্য ভালো। আকর্ষণীয় দিক থেকে ‘এমিলি ইন প্যারিস’ আমাদের দেশের জন্য অত্যন্ত ইতিবাচক।”

আমেরিকান লেখক-পরিচালক ড্যারেন স্টারের তৈরি করা ওয়েব সিরিজটি প্যারিসের দৈনন্দিন জীবনের আদর্শিক ও রোমান্টিক দিক তুলে ধরে দর্শকদের মন জয় করেছে। তবে প্যারিস শহরে যেসব বাস্তবতা দেখা যায় সেগুলোর সঙ্গে খুব একটা মিল না থাকায় ও দরিদ্র এলাকাগুলো এড়িয়ে যাওয়ায় অনেকে সিরিজটির সমালোচনা করেছেন।

/এমএম/
সম্পর্কিত
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
‘স্কুইড গেম ৩’ সিরিজে থাকছেন কি লিও?  
খরা কাটিয়ে ভেনিস পূর্ণ হচ্ছে তারায় তারায়
খরা কাটিয়ে ভেনিস পূর্ণ হচ্ছে তারায় তারায়
ভেনিস উৎসবে স্বর্ণসিংহের দৌড়ে প্রথমবার সিঙ্গাপুর
ভেনিস উৎসবে স্বর্ণসিংহের দৌড়ে প্রথমবার সিঙ্গাপুর
‘অ্যানিমেল’কে ছাড়িয়ে গেলো ‘লাপাতা লেডিস’!
‘অ্যানিমেল’কে ছাড়িয়ে গেলো ‘লাপাতা লেডিস’!
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী