X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!

সুধাময় সরকার
০৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৩:২২

টিভি নাটক ইউটিউব অধ্যায় দখল করার পর এ পর্যন্ত দেশের সর্বোচ্চ সফল জুটি নিলয়-হিমি। গল্পের মান নিয়ে বিতর্ক থাকলেও সংখ্যায় এবং ভিউয়ের বিচারে এই জুটি এখনও শীর্ষে, এখনও রোজ কাজ করছেন জুটিবেঁধে।

নাটকের বাইরেও তাদের ব্যক্তিগত সম্পর্ক বেশ পরিচ্ছন্ন ও পারিবারিক। তাই দুই পরিবারের যেকোনও আয়োজনেও দেখা মেলে একে-অপরের। এবারও তা-ই ঘটলো, যদিও এই ঘটনাটির সঙ্গে নাটক কিংবা পরিবার কোনোটাই জড়িত নয়।

সম্ভবত প্রথমবার, এমন কোনও বিজ্ঞাপনের মডেল হলেন হিমি আর সেটি নির্মাণ ও প্রচার করেছেন নিলয়! তাও আবার সেটি কুড়িয়ে পাওয়া একটি বিড়াল ছানার সুন্দর ভবিষ্যতের আশায়! বিড়াল কোলে মডেল হিমি রোজকার নিয়মে আজ (৯ অক্টোবর) নিলয়-হিমি শুটিং করছিলেন রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি পার্কে। চলছিলো মহিন খানের ‘শান্তি নাই’ নাটকের শুটিং। এর মধ্যে বেলা আড়াইটা নাগাদ তারা একটি ফুটফুটে বিড়াল ছানার দেখা পান। স্বাভাবিক, পেট-লাভার নিলয়-হিমি জুটি সেই ছানাটির প্রেমে পড়ে যান। বিড়ালের অবস্থাও তাই।

এরপর শুরু হয় বিড়াল ছানা নিয়ে হিমির আদর খাওয়া আর ফটোশুট। কারণ দিতে হবে বিজ্ঞাপন। নিশ্চিত করতে হবে বিড়ালটির সুন্দর ভবিষ্যৎ! নিলয়ের এমন ভাবনা থেকে হিমি বিড়াল ছানাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে। তোলেন বেশ ক’টি ছবি। এরপর নিলয় আলমগীর সেই ছবি ফেসবুকে পোস্ট করে বিড়াল ছানাটির বিবরণ জানিয়ে দেন একটি বিজ্ঞাপন। বিড়াল কোলে মডেল হিমি যাতে নিলয় লেখেন, ‘আজকে উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে এই বিড়ালটা পাওয়া গেছে। কেউ যদি বিড়ালটাকে নিতে চান, বিড়ালটাকে সুন্দর একটা ফ্যামিলি দিতে চান, বিড়ালটার সারা জীবনের দায়িত্ব নিতে চান, যোগাযোগ করবেন। দেশি মেয়ে বিড়াল। বয়স ২/৩ মাসের মতো।’

পরে নিলয় আলমগীরের ভেরিফায়েড দেয়াল থেকে নিয়ে একই পোস্ট জান্নাতুল সুমাইয়া হিমিও দিয়েছেন তার নন-ভেরিফায়েড দেয়ালে।

বিকাল সাড়ে ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিড়াল ছানাটি নিলয়-হিমির হেফাজতেই আছে, শুটিং স্পটে। বিজ্ঞাপন তৈরির সময় নিলয়ের সঙ্গে বিড়াল ছানা

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
ঈদ নাটক: রমরমা কমেডিতে কোণঠাসা সিরিয়াস গল্প!
ঈদ নাটক: রমরমা কমেডিতে কোণঠাসা সিরিয়াস গল্প!
বিনোদন বিভাগের সর্বশেষ
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!