X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সেই দীঘিতেই ভরসা খুঁজছেন রাফী!

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ২০:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৪:১৮

বছর দুই আগের ঘটনা। প্রচলিত আছে, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করার কথা ছিল দীঘির। কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা গেলো তমা মির্জাকে! বিষয়টিকে ইঙ্গিত করে দীঘি তখন অভিমানের সুর জাগালেন সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তিনি কারও নাম না প্রকাশ করে দাবি করেন, মিডিয়া সিন্ডিকেটরা তাকে বারবার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দিয়ে দেয়!

দীঘির এমন মন্তব্যের জেরে রায়হান রাফী তখন পাল্টা প্রতিক্রিয়া দেন এমন, ‘সে স্লিম না, আনফিট। আর ও যেগুলো করে সেগুলো নিয়ে আমি তাকে দিয়ে সিনেমা বানাতে পারবো না। টিকটক করে আলোচনায় থাকা যায় না।’

দুই বছর পর এবার সেই দীঘিতেই ভরসা খুঁজছেন নির্মাতা রায়হান রাফী। যদিও বিষয়টি এখনও গুঞ্জন পর্যায়ে রয়েছে। তবে অনুমান করা যাচ্ছে, এবার আর দীঘির বদলে অন্য কাউকে দেখার সম্ভাবনা নেই। নির্ভরযোগ্য সূত্র তেমনটাই নিশ্চিত করেছে। প্রার্থনা ফারদিন দীঘি জানা গেছে, চরকির একটি সিরিজ বানাতে যাচ্ছেন রায়হান রাফী। যার মূল চমক হিসেবে থাকবেন জাহিদ হাসান। সঙ্গে প্রার্থনা ফারদিন দীঘি।

বিষয়টি নিয়ে চরকি পক্ষ এখনই কোনও মন্তব্য করতে রাজি নন। তবে রাফী সত্যতা মেনে না নিলেও কথা বলেছেন এ প্রসঙ্গে। তিনি বলেন, ‘একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে চরকি ও দীঘির সঙ্গে। জাহিদ হাসান ভাইও থাকার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এরপর আনুষ্ঠানিকভাবে জানাবো।’

জানা গেছে, দীঘি নিজেও ‘সুড়ঙ্গ’ভীতি কাটিয়ে রায়হান রাফীর বিষয়ে এখন বেশ আশাবাদী। প্রার্থনা ফারদিন দীঘি

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’
১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়