X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

হিমুর আছে ময়ূরাক্ষী নদী, শিরোনামহীন গড়েছে ‘নিঃশব্দপুর’

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯

বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় চরিত্র হিমু। যার ছিলো নিজস্ব একটা নদী। নাম ময়ূরাক্ষী। হিমুর মন খারাপ থাকলে কিংবা বিচলিত হলে যে নদীর পাশে গিয়ে বসে থাকতো। মন ভালো করার জন্য।

ঠিক তেমনই একটি শহর তৈরির চেষ্টা করেছে ব্যান্ড শিরোনামহীন। যার নাম ‘নিঃশব্দপুর’। যে শহরে গেলে শিরোনামহীন সদস্যরা তো বটেই, তাদের শ্রোতারাও শান্তি ও ভরসা খুঁজে পাবে। অস্থিরতা ভুলে স্বাভাবিক জীবনে ফেরার শক্তি পাবে। এমন এক প্রত্যাশায় দলটি গানে গানে সেই শহরের ছবি এঁকেছে। যেমনটা উপন্যাসের পাতায় হুমায়ূন আহমেদ এঁকেছিলেন হিমুর ময়ূরাক্ষী নদী। শিরোনামহীন (সেপ্টেম্বর ২০২৪) ‘নিঃশব্দপুর’ নামের বিশেষ এই গানচিত্রটি ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং সাইটে উন্মুক্ত হয়েছে ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর বেলা ১২টা নাগাদ ইউটিউব ভিউ অতিক্রম করেছে ১ লাখ ৭০ হাজারের ঘর। মন্তব্যের ঘরে মিলছে ‘নিঃশব্দপুর’ বাসিন্দাদের করতালি।

গানটির লেখক, সুরকার ও শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানটি প্রকাশের পর ২৪ ঘণ্টাও পার হয়নি। দারুণ সাড়া পাচ্ছি। বিশেষকরে মন্তব্যগুলো পজিটিভ। ভিউর বিচারেও বেশ। এটা তো সত্যি, প্রতি গান প্রকাশের আগে আমরা খুব ভয়ে ভয়ে থাকি। শ্রোতাদের ভালো প্রতিক্রিয়া পেলে আরও ভালো সৃষ্টির নেশায় মেতে উঠি। এই গানটি থেকে সেই অনুপ্রেরণা মিলছে।’

এদিকে গানটির অদ্ভুত কনসেপ্ট প্রসঙ্গে হুমায়ূন আহমেদকে টেনে এনে বলেন, ‘হিমুর একটা নিজস্ব নদী ছিলো। ময়ূরাক্ষী নদী। সেটা কাল্পনিক। যখন সে স্ট্রাগল বা স্ট্রেস ফিল করতো, তখন সেই নদীর কাছে চলে যেতো। আমরাও এই গানটির মাধ্যমে চেয়েছি শিরোনামহীন শ্রোতাদের জন্য এমন একটা কাল্পনিক শহর গড়ে তুলতে। যেখানে গিয়ে তারা বিশুদ্ধ কিছু সময় কাটাতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফেরার উৎসাহ পাবে। এই গানটি তেমনই একটা শহর। যার নাম নিঃশব্দপুর।’

শিরোনামহীন সর্বশেষ গান প্রকাশ করে ৫ আগস্ট। নাম ‘কেনো’। এটি তারা তৈরি করে জুলাই বিপ্লবকে উৎসর্গ করে। 

/এমএম/
সম্পর্কিত
শিরোনামহীন: এক মলাটে ২৯ বছর!
শিরোনামহীন: এক মলাটে ২৯ বছর!
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
‘শিরোনামহীন’র হিমাচল মিশনে শুভ
‘শিরোনামহীন’র হিমাচল মিশনে শুভ
বিনোদন বিভাগের সর্বশেষ
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!