X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৬

‘আলো আসবেই’ কাণ্ড প্রকাশ্যে আসার পর একে একে প্রতিবাদ মুখর হচ্ছেন শিল্পীরা। এরমধ্যে সর্বোচ্চ সমালোচনায় জায়গাটি অর্জন করেছেন অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, তানভীন সুইটিসহ অনেকেই।

তবে ওই গ্রুপে এমন অনেকের নামই মিলছে, যারা ছিলেন প্রায় নীরব দর্শকের ভূমিকায়। সমালোচনার তীর থেকে বাদ পড়ছেন না তারাও। যার মধ্যে অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু।

বিষয়টি নিয়ে অভিনেতা নিজেই কথা বলেছেন। আত্মপক্ষ সমর্থনে বলেছেন, ‘‘হোয়াটসঅ্যাপের ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা। একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে।’’

বাবু বুঝাতে চাইলেন, তিনি চাইলেও সেই গ্রুপ থেকে লিভ নিতে পারেননি। যদিও হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন, তাদের কাছে বিষয়টি যৌক্তিক হওয়ার কথা নয়।

বাবু আরও জানান, ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কী লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।’

এদিকে এমন প্রতিক্রিয়ার পর ফজলুর রহমান বাবু বেশ তোপের মুখে পড়েন সোশ্যাল হ্যান্ডেলে। মন্তব্যের ঘরে থাকা বেশিরভাগই এমন, ‘নাটক কম কর পিও।’ আবার কেউ লিখেছেন, ‘আপনি এখনও বাবুই রয়ে গেলেন আর বড় হলেন না।’

‘আলো আসবেই’ গ্রুপের একাংশ বলা দরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নিয়ে একটি গ্রুপ খোলা হয়। যেটির নাম রাখা হয় ‘আলো আসবেই’। সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁশ হওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে পড়ে শিল্পীদের নামে।

‘আরও আসবেই’ গ্রুপটিতে আরও ছিলেন সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, রওনক হাসান, মাসুদ পথিক, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, উর্মিলা কর, মামুনুর রশিদ, সাজু খাদেম, হৃদি হক, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, গুলজার, এসএ হক অলীক, লিমন আহমেদ প্রমুখ।

আরও:

‘আলো আসবেই’ কাণ্ড: অরুণাকে ‘থু...’ বললেন পরী

‘আলো আসবেই’ গ্রুপ: কানাডায় অরুণা, যা বললেন জ্যোতি

তাপসকে অরুণা বিশ্বাস: ‘পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম’

/এএমএম/এমএম/
সম্পর্কিত
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী