X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা, জবাবে কারিনা!

বিনোদন ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১৭:২৩আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৯:২৭

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে মামলা হয়েছে কারিনা কাপুরের বিরুদ্ধে। অভিযোগের সূত্রপাত অভিনেত্রীর লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ থেকে। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি মনে করেন, বইয়ের নামটির মাধ্যমে ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন অভিনেত্রী।

গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার মাধ্যমে ‘প্রেগন্যান্সি বাইবেল’-এর ওপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। এই বইয়ের নাম খ্রিস্ট ধর্মের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ তোলেন।

কারিনা কাপুর এদিকে এমন অভিযোগের বিপরীতে কারিনা এরমধ্যে আইনি জবাবও দিয়েছেন। তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভট্টের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তার। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনির দাবি, ‘খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই। কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি।’

কারিনা কাপুর এদিকে কারিনা তার বই সম্পর্কে জানিয়েছিলেন, সন্তানধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে। তার ভাষায়, ‘এই সময়টা ভালো-খারাপ মিলিয়ে কাটে। কোনও দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম। কোনও দিন আবার বিছানা থেকে উঠতেও আমার কষ্ট হতো। এই সময়ে শারীরিকভাবে ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়েই লেখা এই বই।’ কারিনা কাপুর

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এসএস/এমএম/
সম্পর্কিত
কারিনার লক্ষ্য ৭৫!
কারিনার লক্ষ্য ৭৫!
আত্মসমালোচনায় আমির
আত্মসমালোচনায় আমির
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
সাইফের ওপর হামলা নিয়ে তৈরি হয়েছে কিছু প্রশ্ন
সাইফের ওপর হামলা নিয়ে তৈরি হয়েছে কিছু প্রশ্ন
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী