X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

বন্যার্তদের জন্য অভিনেত্রীর পোশাক আহ্বান

বিনোদন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ১৫:২১আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:৫১

দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ-এর ব্যানারে বিপ্লবের দিনগুলোতে রাজপথে প্রচুর খেটেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভিজেছেন বৃষ্টিতে, শুকিয়েছেন রোদে। এমনকি বিজয়ের পর ‘ডাকাত’ ঠেকাতে বঁটি হাতে রাতে পাহারা দিয়েছেন অভিনেত্রী।

সেসব ছাপিয়ে ভয়াবহ বন্যায় ভাসছে দেশ। এখনও সরব রয়েছেন বাঁধন। চেষ্টা করছেন সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে। সঙ্গে উদ্যোগ নিচ্ছেন অন্যদেরও সংযোগ ঘটাতে। সেই ধারাবাহিকতায় বাঁধন এবার আহ্বান জানালেন বন্যার্তদের পোশাক সংগ্রহের।

তার ভাষায়, ‘বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়া মানুষগুলোর এখন সবচেয়ে জরুরি শুকনো পোশাক ও খাবারের। আমি মনে করি প্রথমেই জরুরি পোশাক। আমি নিজেই এর মধ্যে ঘর থেকে যা পেরেছি সেগুলো দুর্গতদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। কিন্তু লাখ লাখ বানভাসি মানুষকে বাঁচাতে দরকার আরও লাখ লাখ পোশাক। নতুন কিনতে হবে না, আমি অনুরোধ করছি যার যার ঘরে থাকা অব্যবহৃত পোশাকগুলোও যদি এই দুঃসময়ে দিয়ে দেন, তাতেই হবে।’

বিপ্লবের দিনগুলোতে বাঁধন এদিকে অভিযোগ রয়েছে, টাকা, খাবার কিংবা পোশাক বিতরণের ক্ষেত্রেও চলছে বিশৃঙ্খলা। কারণ কেউ কিছু দিতে চাইলেও সেটি দেওয়ার নির্ভরযোগ্য মাধ্যম পাচ্ছেন না অনেকেই। সেটিও বিবেচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নেত্রী। জানিয়েছেন, গুলশান নিকেতনের একটি ঠিকানা ও ফোন নম্বর। সেখানে যার যার পোশাক পৌঁছে দিলেই চলে যাবে বন্যার্তদের হাতে।     

ঠিকানাটি ফ্ল্যাট বি৩, হাউজ ১১০, রোড ২, ব্লক এ, নিকেতন, গুলশান ১, ঢাকা ১২১২। এখানে কুরিয়ারে পাঠালেও চলবে বলে জানান অভিনেত্রী। দিয়েছেন ফোন নম্বরও, ১০৭১৩-৬৩৭৫৫৭।

বাঁধনের এই আহ্বানে সাড়া মিলছে প্রচুর। যেটি তার সোশ্যাল হ্যান্ডেলের মন্তব্যের ঘরে চোখ রাখলেই অনুমেয়। তবে এর মধ্যেও রয়েছে কিছু ব্যতিক্রম প্রতিক্রিয়া। আদ্রিতা রহমান নামের একজন লিখেছেন, ‘আপনি যে পোশাক-ব্লাউজ পরেন, ওসব তো কেউ পরতে পারবে না।’ অভিনয়ে আজমেরী হক বাঁধন

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা: বাঁধন
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা: বাঁধন
ইচ্ছের সিঁড়ি বেয়ে আরও একধাপ...
ইচ্ছের সিঁড়ি বেয়ে আরও একধাপ...
‘এটাই আমার স্ট্যান্ড’, কোনটা?
শুভ জন্মদিন‘হুটহাট চুপসে যাওয়ার বাতিক আছে আমার’
রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে যা বললেন অভিনয়শিল্পীরা
রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে যা বললেন অভিনয়শিল্পীরা
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য