X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

রাস্তার মোড়, যতখানি পুরুষের তারও বেশি তোর: সায়ান

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ১৩:২৫আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৪:১৯

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই দ্রুত হাতিয়ার তাক করেন সংগীতশিল্পী সায়ান। দেশ বা বৈশ্বিক কোনও অরাজকতা কিংবা অবিচার দেখলে রাতারাতি লিখে নেন গান, বাঁধেন সুর, কণ্ঠে তুলে ভিডিও করে সেটি প্রকাশও করেন।

সাম্প্রতিক সময়ে তিনি বেশি প্রশংসিত হয়েছেন গুম হওয়া কল্পনা চাকমাকে নিয়ে তৈরি গানটির মাধ্যমে। এরপর তিনি গান বেঁধেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি ও শুভেচ্ছা জানিয়েও। ‘হুঁশিয়ারি’ শিরোনামের গানটিও প্রশংসা কুড়ায়। দেশ পেরিয়ে সায়ান এবার নজর রাখলেন অপর বাংলা কলকাতার দিকে। সেখানে ঘটা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংহতি জানিয়েছেন ঢাকার এই শিল্পী।

সায়ান গানে-সুরে বলেছেন, এই মেয়ে শোন এই রাত এই ভোর/ যতখানি পুরুষের তারও বেশি তোর/ এই মেয়ে শোন তুই আকাশের গায়ে/ গভীর রাতেও হেঁটে যাস খালি পায়ে/ এ পাড়ার ও পাড়ার রাস্তার মোড়/ যতখানি পুরুষের তারও বেশি তোর...।

সায়ান গানের ফাঁকে নিজ বয়ানেও বলেছেন, ‘আমি চাই পৃথিবীর সকল পথ সকল নারীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ হোক। কলকাতায়ে নির্মম ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করে গেলাম।’ 

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পুরো ভারত উত্তাল। কলকাতার পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্য প্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। টলিউড-বলিউডের তারকারাও নেমেছেন রাজপথে। এরমধ্যে ১৬ আগস্ট রাতে বাংলাদেশের শিক্ষার্থীরাও রাতে নামে রাজপথে কলকাতা সঙ্গে সংহতি জানিয়ে।

এদিকে ‘জাস্টিস ফর আর জি কর’ গানটি ১৩ আগস্ট প্রকাশ করেন সায়ান। এরমধ্যে শুধু ফেসবুক পেজে ৫ লাখের বেশিবার প্লে হয়েছে গানটি। মন্তব্যের ঘরে অসংখ্য প্রশংসা আর কৃতজ্ঞতার প্রতিধ্বনি। যার বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে। 

আরও: সরকারকে যেমন তোয়াজ করি না, শ্রোতাকেও না: সায়ান

/এসএস/এমএম/
সম্পর্কিত
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’