X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্রাচীর পাশে মাহি-সাইমন, নিরাপদে সুবর্ণা মুস্তাফা

সুধাময় সরকার
১৫ আগস্ট ২০২৪, ১৪:১৬আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২৩:১৩

এমন একটি সময়, যেখানে বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগ প্রসঙ্গে প্রকাশ্যে পক্ষে পাওয়া দুরূহ। সেই সময়ে, ঘোষণা দিয়ে অনেকটা একাই যেন লড়াইয়ের মাঠে নেমেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করতে গেলে রোকেয়া প্রাচীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন।

অভিনেত্রীর এমন বিপদে খুব বেশি শিল্পী-কুশলী যে পাশে দাঁড়িয়েছেন কিংবা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন তা কিন্তু নয়। তবে যে ক’জনকে এর প্রতিবাদ করতে দেখা গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। তারা দুজন প্রায় একই সময়ে সিনেমায় পা রাখেন জাজ মাল্টি মিডিয়ার মাধ্যমে। সাইমন সাদিক

রোকেয়া প্রাচীর আহত হওয়া খবর পেয়ে ১৪ আগস্ট রাত ৯টার দিকে ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আধাঘণ্টা পর একই মাধ্যমে মাহিয়া মাহি লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা। নিন্দা ও প্রতিবাদ জানাই।’ মাহিয়া মাহি

১৪ আগস্ট সন্ধ্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে (১৫ আগস্ট) তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য ৩২ নম্বরের ধ্বংস হওয়া বাড়ির সামনে আয়োজন করছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পী মনিরুজ্জামানসহ কয়েকজন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে রোকেয়া প্রাচীর ওপর চড়াও হন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে চারপাশ থেকে মারছিল আর বলছিল ১৭ বছর তোরা খেয়েছিস, এখন আমরা খাবো। আমি বারবার মাথায় আঘাত ঠেকাচ্ছিলাম। আমার প্রশ্ন, সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কীভাবে আমার ওপর হামলা চালানো হলো!’ ১৪ আগস্ট ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর অবস্থান এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ না গেলে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাবো, আমরা যাবো, আমরা সবাই যাবো ধানমন্ডি বত্রিশে। পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ‍যদি কেউ না যায়, ঠিক করেছি আমি একাই যাবো শ্রদ্ধা জানাতে।’

এদিকে একই রাতে (১৪ আগস্ট) নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। তবে পুরো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে আগ্রহী কাউকে পাওয়া যায়নি। গতকাল মধ্যরাতে বিজরী বরকতউল্লাহ বাংলা ট্রিবিউনকে এটুকু জানান, ‘এখন তিনি (সুবর্ণা মুস্তাফা) ঠিক আছেন। নিরাপদে আছেন।’

বলা দরকার, বর্ণাঢ্য অভিনয় জীবন পেরিয়ে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা মুস্তাফা।

 

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ওটিটিতে ‘শ্যামাকাব্য’
ওটিটিতে ‘শ্যামাকাব্য’
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ
ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফা
ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফা
চোখে জল, মুখে প্রশংসা
চোখে জল, মুখে প্রশংসা
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
প্রথম একসঙ্গে...
প্রথম একসঙ্গে...
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
মহান মে দিবসে ‘নোঙর তোল তোল’
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা