মাঝে লম্বা সময় বেশ সিরিয়াস ফ্রেমে নিজের ক্যামেরাটি তাক করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বানিয়েছেন বেশ ক’টি সিরিয়াস গল্পের সিনেমা ও সিরিজ। এর মধ্যে আটকেও রয়েছে অন্যতম একটি সিনেমা ‘শনিবার বিকেল’। তবে এটুকু প্রমাণ করে ফেলেছেন নির্মাতা, স্যাটায়ার জনরা দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েও সিরিয়াস গল্পেও তিনি সমান পারঙ্গম। যদিও সিরিয়াস জনরায় পা ফেলে তাকে পার করতে হয়েছে অসংখ্য বাধা আর অনিশ্চয়তার পথ।
সেসব ছাপিয়ে আবারও নির্মাতা ফিরছেন স্যাটায়ার গল্পে। যেমনটা দেখা গেছে টিভি সিরিজ ‘৪২০’-তে।
নতুন স্যাটায়ার সিনেমা প্রসঙ্গে ফারুকী সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন, ‘‘এর আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সেরকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুট করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’’
নতুন সিনেমা নিয়ে এর বেশি কিছু জানাননি ফারুকী। আভাস দিয়েছেন দর্শকের প্রতি, একটা হিংস্র সিনেমা দেখার প্রস্তুতি নিতে।
ছবির গল্প প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘এটা আমার প্রিয় জনরার–পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে।’
এদিকে রাজনৈতিক ময়দান থেকে কাজে ফেরার আগে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ফারুকী লিখেছেন, ‘একসময় ভেবেছিলাম এই ফ্যাসিজমের হাত থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নেই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছেন। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি। এখন সময় কাজে ফেরার।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে না নামতে পারলেও প্রায় প্রতিদিনই অন্তর্জালে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। শুরুতেই তিনি ছাত্রদের এই আন্দোলনকে ‘কেবল চাকরির জন্য আন্দোলন’ বলে স্বীকার করেননি।
স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন, ‘এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যারা আছেন, তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এ আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা।’
এদিকে সরকার বদলের সঙ্গে নতুন করে ফারুকী ভক্তরা স্বপ্ন দেখছেন আটকে থাকা ‘শনিবার বিকেল’ ছবিটি ছাড়পত্র পাবে।দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যদিও এ বিষয়ে নির্মাতা এখনও কোনও মন্তব্য করেননি।