X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন তিশা, ভক্তরা দিলেন পরামর্শ

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৭:২৫আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩:২৬

শুধু সরকারদলীয় রাজনীতিকরাই নন, মাঠ ছেড়ে আত্মগোপনে গেছেন প্রায় সব পুলিশ সদস্য। দুপক্ষই আত্মরক্ষার জন্য এমনটা করছেন। এর মধ্যে রাজনীতিকদের বিকল্প বের করা হয়েছে বটে কিন্তু পুলিশের বিকল্প?

এটা ঠিক, থানার দায়িত্ব আনসার বাহিনীকে দেওয়া হয়েছে আপাতত। অন্যদিকে ট্রাফিকের দায়িত্ব হাতে তুলে নিয়ে প্রশংসা কুড়াচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এগুলো সমাধান নয়। পুলিশ বাহিনীকেই আইনশৃঙ্খলার দায়িত্বে ফিরতে হবে দ্রুত। তাছাড়া চারপাশে চলছে চরম বিশৃঙ্খলা।

মূলত এই বিশৃঙ্খলার বিষয়টিই তুলে ধরলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমর্থক তারকা নুসরাত ইমরোজ তিশা। যদিও তিনি সর্বশেষ প্রশংসা কুড়িয়েছেন ‘মুজিব’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করে।

নুসরাত ইমরোজ তিশা সে যাই হোক, এবার তিশা সাম্প্রতিক বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বুধবার (৭ আগস্ট) সোশ্যাল হ্যান্ডেলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।’

যার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন পুলিশকে তার কাজে ফেরানো, মনে করছেন তিশার ভক্তরা। অনেকে তিশার পোস্টে প্রস্তাব করেন পুলিশের পোশাক পরিবর্তনের। যুক্তি, পুলিশের ওই পোশাকে অনেক ছাত্রের রক্ত লেগে আছে।

তিশার এক ফলোয়ার লিখেছেন, ‘বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয়। পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তের দাগ লেগে আছে। এই পোশাককে অনেকে ঘৃণার চোখে দেখে।’ নুসরাত ইমরোজ তিশা

বলা দরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
ঈদ ‘আনন্দমেলা’য় তিশার নাচ
ঈদ ‘আনন্দমেলা’য় তিশার নাচ
উৎসব উদ্বোধক তিশা, উদ্বোধনী ছবি ফারুকীর
উৎসব উদ্বোধক তিশা, উদ্বোধনী ছবি ফারুকীর
১০ বছর অনেক লম্বা একটা সময়: তিশা
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি১০ বছর অনেক লম্বা একটা সময়: তিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়