X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের সঙ্গে আছেন, শিল্পীদের সংঘে নেই

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ০২:১৬আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২৩:৪৮

খবরটি ব্যতিক্রম। কারণ ঘটনার দায় নিয়ে কিংবা প্রতিবাদ করে কেউ এখানে পদত্যাগ করে না। এই সংস্কৃতি এখানে জারি নেই। যেটা ভারতেও ঘটে সচরাচর। চলমান আন্দোলন কিংবা সংকটেও সেই সম্ভাবনা এখনও তৈরি হয়নি। তবে সরাসরি রাষ্ট্রযন্ত্রের অংশীজন না হয়েও উদাহরণটি তৈরি করলেন দেশের অন্যতম অভিনেত্রী জাকিয়া বারী মম।

রবিবার রাতে (৪ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন শিক্ষার্থীদের সঙ্গে আছেন, শিল্পীদের সংঘে আর নেই! মানে অব্যাহতি নিয়েছেন শিল্পীদের অন্যতম সংগঠন অভিনয়শিল্পী সংঘ থেকে।

না, এর জন্য তাকে ফেসবুকের প্রোফাইল পিকচার লাল কিংবা কালো করতে হয়নি। তবে চলমান আন্দোলনের শুরু থেকেই তিনি সচল রয়েছেন শিক্ষার্থীদের সমর্থন দিয়ে, প্রকাশ্যে। নেমেছেন রাজপথেও। এবার তার অবস্থান থেকে চূড়ান্ত রায় জানালেন, শিক্ষার্থীদের সঙ্গে থাকলেও নিজের সংগঠনের সঙ্গে আর নেই।

কারণ অভিনেত্রী মনে করছেন তার এই প্রাণের সংগঠনটি চলমান আন্দোলনের সঙ্গে ‘ন্যায়’ করছে না। সমর্থন করছে ‘অন্যায়’! 

শিক্ষার্থীদের সঙ্গে আছেন, শিল্পীদের সংঘে নেই সংগঠনটির ইংরেজি নাম ‘অ্যাকটর্স ইক্যুইটি বাংলাদেশ’।

মমর ভাষায়, ‘ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়-এর কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সাথে প্রকাশ্যে আপস মেনে নেওয়া, ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ।
সেই দায়বদ্ধতা থেকে আমি অ্যাকটর্স ইক্যুইটি বাংলাদেশ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।’

৪ আগস্ট দিনগত রাতে এই পদত্যাগপত্রের একটি কপি নিজের ফেসবুক দেয়ালেও ঝুলিয়ে দিয়েছেন অভিনেত্রী। প্রকাশের ৪ ঘণ্টায় পেয়েছেন দুই শতাধিক শেয়ার এবং অসংখ্য মন্তব্য। যেখানে তিনি প্রশংসিত হচ্ছেন মুহুর্মুহু। যদিও এই বিষয়ে আর কোনও আলাদা মন্তব্য করতে প্রস্তুত নন অভিনেত্রী।

জাকিয়া বারী মম বিদায় নিতে গিয়ে মম তার অব্যাহতিপত্রে সংগঠনের প্রতি আশাবাদ ব্যক্ত করেন এভাবে, ‘অভিনেতা অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনাবোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করছি।’

তথ্য হলো, চলমান কোটা সংস্কার আন্দোলনটি যখন শান্তিপূর্ণ ক্যাম্পাস থেকে সহিংসতার দিকে দেশজুড়ে গড়াচ্ছে (১৫ জুলাই), ঠিক তখনই দেশের সবচেয়ে সমৃদ্ধ শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ একটি বিবৃতি পাঠায় গণমাধ্যমে। সেখানে সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান বলার চেষ্টা করেন, কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযোদ্ধাদের ‘অসম্মান’ করায় তাদের এই সাংগঠনিক প্রতিবাদলিপি।

জাকিয়া বারী মম যেখানে সব শিল্পীর পক্ষ থেকে সংগঠনটি স্পষ্ট বিবৃতিতে বলেছে, ‘কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারও কোনও বিভেদ নেই। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর যেকোনও যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন, তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে... তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি... এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান। জয় বাংলা।’

উত্তাল বাংলায় সংঘের এমন প্রতিবাদলিপিতে ছাত্রদের ওপর হামলা প্রসঙ্গে একটি শব্দও উচ্চারণ করেনি সংগঠনটি। এ নিয়ে সাংবাদিক ও শিল্পীদের তোপের মুখে পড়েন সংঘের দুই কর্তা নাসিম ও রওনক।

সংঘের প্রতিবাদ বলা দরকার, অভিনয়শিল্পীদের ‘স্বার্থ’ রক্ষার লক্ষ্যে ১৯৯৮ সালে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে যাত্রা করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। ২০১৭ সালে প্রথম আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে সংগঠনটি। ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারের নিবন্ধন পায় তারা। পেশা হিসেবে অভিনয়শিল্পের রাষ্ট্রীয় স্বীকৃতি, সমস্যাগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ানো, নাটক-সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন, শিল্পীদের শুটিং-সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করা, বাংলাদেশে বিদেশি অভিনয়শিল্পীদের অভিনয় নীতিমালা, অভিনয়শিল্পী সংঘের নিজস্ব কার্যালয় ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অংশগ্রহণ, শুটিং সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারণসহ নানা আশ্বাস দিয়ে শুরু হয়েছিল সংঘের কার্যক্রম। 

এটাও বলা জরুরি, নাটক, সিনেমা, সংগীতের মানুষের দিয়ে দেশের অনেক সংগঠনের ভিড়ে অভিনয়শিল্পী সংঘ বরাবরই অন্য সংগঠনের বিচারে অ্যাকটিভ এবং কার্যকর ভূমিকা পালন করতে দেখা গেছে।

সেই সুবাদে গত ৩ মে রাজধানীর আফতাবনগরে সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি পায় সংগঠনটি। জাকিয়া বারী মম

/এএমএম/এমএম/
সম্পর্কিত
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’, প্রদর্শনে বাধা!
মোশাররফ করিমকে সামনে রেখে প্রচারণা চালানোই যৌক্তিক: মম
মোশাররফ করিমকে সামনে রেখে প্রচারণা চালানোই যৌক্তিক: মম
অতঃপর অনুদান কমিটিতে মম
অতঃপর অনুদান কমিটিতে মম
শুনেই দেখুন অভিনেত্রী মমর গান (ভিডিও)
শুনেই দেখুন অভিনেত্রী মমর গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী