প্রচলিত আছে লন্ডনের লর্ডস মাঠে অন্তত একবার না খেললে ক্রিকেটার জীবন পূর্ণতা পায় না। অথচ সেই মাঠেই এবার ব্যাটে-বলে ব্যস্ত হতে দেখা মিললো সাইফ-কারিনা দম্পতির বড় ছেলে তৈমুরকে। সঙ্গে রয়েছেন বাবা সাইফ আলি খানও। যার বংশজুড়ে রয়েছে ক্রিকেটের ঐতিহ্য।
ক্রিকেটের ইতিহাসের সঙ্গে মিলেমিশে রয়েছে পাতৌদি বংশের ইতিহাস। সাইফ আলি খানের দাদু ইফতিখার আলি খান পাতৌদি ১৯৪৬ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনিই একমাত্র টেস্ট ক্রিকেটার যিনি কিনা ভারত ও ইংল্যান্ড-দুই দলের হয়েই খেলেছেন। ক্রিকেটের পাশাপাশি রাজকুমার হিসাবে সামলেছেন পাতৌদি সাম্রাজ্য। পরে তিনি নবাব খেতাবও পান। তার ছেলে অর্থাৎ সাইফের বাবা মনসুর আলি খান পাতৌদিও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তবে বংশ পরম্পরায় সাইফের আর ক্রিকেট খেলা হয়নি। মা শর্মিলা ঠাকুরের পথে হেঁটে অভিনয়কে পেশা করেছেন সাইফ।
তবে ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে টাইগার পাতৌদির নাতি তৈমুর আলি খানের। তৈমুরই কি দাদুর পুরনো গৌরব ফিরিয়ে আনবে? সম্প্রতি বল হাতে লর্ডসে নেট প্র্যাকটিস করতে দেখা গেল তৈমুরকে। সঙ্গে ব্যাট হাতে দেখা গেলো বাবা সাইফকে। তিনিও কিন্তু ক্রিকেটটা মন্দ খেলতেন না। আর তাই ব্যাট হাতে ক্রমাগত ছেলেকে যোগ্য সঙ্গত করছিলেন।
বাবাকে কী ধরনের বল করতে সে চলেছে, তৈমুরকে প্রশ্ন করতেই উত্তর এলো ‘ইয়র্কার’। যেমন বলা তেমনি কাজ, খানিকটা ‘ইয়র্কার’ স্টাইলেই বল করে ফেলল তৈমুর। এদিকে খেলা শেখানোর ফাঁকে ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকা পারিবারিক ইতিহাসও ছেলেকে শোনালেন সইফ।
লর্ডসে মাঠের ভিতরে ক্রিকেট অ্যাকাডেমির সেশন চলাকালীন প্রশিক্ষণ নিতে দেখা গেল তৈমুরকে। একটা ভিডিওতে ইংল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার উসমান আফজালের নির্দেশাবলী মনোযোগ সহকারে শুনতে এবং সেগুলি অনুসরণ করতে দেখা গেল ছোট্ট তৈমুরকে। প্রশিক্ষণ চলাকালীন তৈমুরের একাধিক ভিডিও নেট-দুনিয়ায় উঠে এসেছে।
এখন প্রশ্ন বংশ গৌরব, ঐতিহ্য মেনে দাদুর পথে হেঁটে তবে কি ক্রিকেটার হওয়ার পথেই এগোচ্ছে ছোট্ট তৈমুর? কারিনা অবশ্য আগেই বলেছিলেন, তার ছেলে তৈমুরকে অভিনয়ই করতে হবে, এমন ভাবনা নেই। তৈমুর ক্রিকেট খেলতে পারে কিংবা অন্যকিছুও পেশা হিসাবে বেছে নিতে পারে।
প্রসঙ্গত, সাইফ-অমৃতা পুত্র ইব্রাহিম আলি খানও অবশ্য ক্রিকেট খেলতে ভালোবাসেন, খেলেনও মন্দ নয়। তবে ক্রিকেটকে ক্যারিয়ার করার কথা ভাবলেও সেভাবে তিনি এই খেলাকে নিয়ে এগোতে পারেননি। অগত্যা অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন ইব্রাহিম। এখন অপেক্ষা তৈমুরের গতিপথের।
সূত্র: হিন্দুস্তান টাইমস