X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

চঞ্চল চৌধুরীর প্রশ্ন: গুলি কেন করতে হলো

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ১৫:৫৮আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:৫৮

অভিনয়ে, কণ্ঠে ও চিত্রকর হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে চঞ্চল চৌধুরীর। তাকে বলা হয় বর্তমান বাংলাদেশে অন্যতম সফল সব্যসাচী শিল্পী। যিনি একাধারে প্রায় তিন দশক ধরে মঞ্চে, টিভিতে, সিনেমায়, ওটিটিতে, গানে ও চিত্রকলায় নিজের স্বাক্ষর রেখে চলেছেন।

দেশের চলমান রক্তাক্ত সময়ে দাঁড়িয়ে এই অভিনেতা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন তুললেন কর্তৃপক্ষের প্রতি, ‘গুলি কেন করতে হলো?’

সম্ভবত তিনি রংপুরে পুলিশের প্রকাশ্য গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২২) প্রসঙ্গে প্রশ্নটি তুলেছেন। সাঈদসহ এই আন্দোলনে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

পেশাগত কারণে গত ২০ দিন যুক্তরাষ্ট্রে ছিলেন চঞ্চল চৌধুরী। ১৬ জুলাই দিনগত রাতে দেশে ফিরেছেন তিনি। ১৭ জুলাই দুপুর নাগাদ তিনি চলমান সহিংসতা ও হত্যা নিয়ে কথা বলেন। প্রশ্ন তোলেন বেশ কিছু।

চঞ্চল বলেন, ‘পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি। হয়েছি শোকাহত! সমাধানের অন্য কোনও পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না? যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তাঁর আর্তনাদ কি কোনও জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক।’

চঞ্চল চৌধুরীর প্রশ্ন: গুলি কেন করতে হলো চলমান সহিংসতা নিয়ে এরচেয়ে স্পষ্ট ভাষায় এতগুলো প্রশ্ন তুলতে অন্য কোনও শিল্পীকে এখনও দেখা যায়নি।

বলা দরকার, চঞ্চল চৌধুরী অভিনীত দুই বাংলায় এ বছরের অন্যতম আলোচিত ছবি হিসেবে মুক্তির মিছিলে রয়েছে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জির ‘পদাতিক’। ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট।

/এমএম/
সম্পর্কিত
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
শুটিং গভীর সুন্দরবনে, ইউনিট ছিল লঞ্চে!
শুটিং গভীর সুন্দরবনে, ইউনিট ছিল লঞ্চে!
অবশেষে ঢাকার পর্দায় ‘পদাতিক’, দেখা যাবে ফ্রি!
অবশেষে ঢাকার পর্দায় ‘পদাতিক’, দেখা যাবে ফ্রি!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়