সাম্প্রতিক এক একান্ত আলাপে বলিউডের অন্যতম অভিনেত্রী তাপসী পান্নুর কাছে প্রশ্ন ছিলো, তিনি ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমা করতেন কিনা। জবাবে তিনি বললেন অনেক কথাই। যার মধ্যে অন্যতম, তিনি ছবিটির প্রতি দর্শকদের যে মুগ্ধতা সেটি দেখে বেশ বিরক্ত!
চলচ্চিত্র দর্শকদের ওপর সিনেমা যে প্রভাব ফেলে এবং অভিনেতা ও নির্মাতাদের নৈতিক দায়িত্ব রয়েছে কিছু, সেটি অনেকদিন ধরেই আলোচনার বিষয়। গত বছরের ডিসেম্বরে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর বিষয়টি আরও গতি পায়, অনেকে নারীর প্রতি দুর্ব্যবহার এবং সহিংসতাকে মহিমান্বিত করার জন্য ছবিটির সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই তাপসীকে বলা হয়েছিলো ‘অ্যানিম্যাল’ ছবিটির প্রস্তাব পেলে তিনি করতেন কি না। জবাবে অবাক করে দিয়ে অভিনেত্রী বলেছেন, ‘কাগজে-কলমে আমার উত্তর-হ্যাঁ হতো।’
এরপর ব্যাখ্যা করে তাপসী বললেন, “আমি যদি ‘অ্যানিম্যাল’র স্ক্রিপ্টটি পড়তাম, রণবীর কাপুরের মতো সমানভাবে উত্তেজিত বা আগ্রহী হতাম। কিন্তু পার্থক্য হলো, আপনি যখন একটি স্ক্রিপ্ট পড়েন এবং সেটি নির্মাণের পর দেখেন- সেটাতে অনেক পার্থক্য তৈরি করে। যখন একটি স্ক্রিপ্ট পড়ছি, আমি জানি না কোন শটটি নির্মাতা লো অ্যাঙ্গেল এবং হাই বিজিএম লাগাচ্ছেন। আমি স্ক্রিপ্টের মাধ্যমে এটি দেখতে পাচ্ছি না। শট-টেকিং এবং পোস্ট-প্রোডাকশনের সাথে এটি কেবল পরিচালকই যোগাযোগ করতে পারেন। ফলে নির্মাতার ফিলোসফি না বুঝে শুধু স্ক্রিপ্ট পড়ে সিদ্ধান্ত নেওয়া আসলে খুবই কঠিন।’’
সেই বিবেচনায় ‘অ্যানিম্যাল’-এর স্ক্রিপ্ট পড়লে তিনিও হয় তো ‘হ্যাঁ’ বলতেন। তবুও ছবিটি নিয়ে অভিনেত্রীর অস্বস্তির কারণ কী? জবাবে তাপসী বলেন, ‘এই ছবির কিছু নির্দিষ্ট মুহূর্তে দর্শকদের উদযাপন ও শিস বাজানোর প্রেক্ষাপট তৈরি করা একটু অদ্ভুত ছিল। এসব নির্দিষ্ট মুহূর্তে দর্শকদের উল্লাস করতে, হাততালি দিতে এবং শিস বাজাতে নির্মাতা বাধ্য করেছেন। এটাই সমস্যা। এখানেই চিত্রনাট্যকে আলাদা করে দিয়েছেন নির্মাতা। যেটি আমার মোটেই পছন্দ হয়নি।’
তাপসী পান্নু, যিনি ‘থাপ্পড়’ এবং ‘হাসিন দিলরুবা’র মতো ছবিতে কাজ করেছেন, দর্শকদের প্রতি অভিনেতাদের নৈতিক দায়িত্ব থাকা কতটা গুরুত্বপূর্ণ তাও ভাগ করেছেন। তিনি বলেন, ‘নৈতিক দায়িত্ব নেওয়া ঠিক না ভুল আমি জানি না। ইউরোপীয় সিনেমা তা করে না। আমরা এটা করি। বেশিরভাগ আমেরিকান সিনেমাও তাই করে। হতে পারে এটা আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক বিষয় যে, আমরা ভিলেনের পতন পছন্দ করি এবং নায়ক সবাইকে বাঁচাতে আসবে সেটাই বিশ্বাস করি।’
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর ও তৃপ্তি দিমরি। ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৯০০ কোটি রুপি আয় করেছে। দৈন্যতা ও সহিংসতাকে মহিমান্বিত করার জন্য ‘অ্যানিম্যাল’ ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে এখনও।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস