বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব ‘টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (টিআইএফএফ)-এর ৪৯তম আসরের পর্দা ওঠার আয়োজন শুরু হয়ে গেছে। উৎসব কর্তৃপক্ষ দ্রুতই গুছিয়ে নিচ্ছে পুরো আয়োজন। এরমধ্যে ঘোষণা দিয়েছে এবারের আসরের অন্যতম চমক হিসেবে অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেটের নাম।
টিআইএফএফ-এর সিইও ক্যামেরন বেইলি জানান, বিশ্বখ্যাত অভিনেত্রী ও প্রযোজক কেট ব্ল্যানচেটকে এবার তারা সম্মানিত করতে যাচ্ছেন গ্রাউন্ডব্রেকার সম্মাননা দিয়ে। সঙ্গে অভিনেত্রী অংশ নেবেন একান্ত আলাপ ঘরানার ইভেন্টে। যেখানে তিনি শেয়ার করবেন তার চলচ্চিত্র জীবনের গল্প।
কেট ব্ল্যানচেটকে এবার এই সম্মাননা দেওয়ার কারণও ব্যাখ্যা দিয়েছে টিআইএফএফ কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বৈশ্বিক সিনেমা শিল্পের অন্যতম প্রতিনিধি কেট ব্ল্যানচেট। যিনি সমতার পক্ষে বরাবরই লড়াই করেছেন। আধুনিক সিনেমার অন্যতম এই অভিনেত্রী অন্যদের জন্যেও কাজ করেছেন এবং পথ তৈরি করেছেন পরবর্তী প্রজন্মের জন্য। সিনেমা ইন্ডাস্ট্রিতে তার এমন অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে টিআইএফএফ তাকে এবার ‘শেয়ার হার জার্নি গ্রাউন্ডব্রেকার’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে।
এটি অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর টরন্টোর ফেয়ারমন্ট রয়্যাল ইয়র্ক হোটেলে।
টিআইএফএফ-এর সিইও ক্যামেরন বেইলি বলেন, ‘‘চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা, তিনি ধারাবাহিকভাবে পর্দায় নিজেকে অতিক্রম করেছেন এবং সাহসিকতা দেখিয়েছেন। পর্দার বাইরে তিনি অনেক ক্ষেত্রে শিল্পী ও শিল্পের সমতা ও ন্যায়বিচারের জন্য অক্লান্ত চেষ্টা করেছেন। সিনেমায় গল্প বলার ক্ষেত্রে কেটের আবেগ এবং নারীদের জন্য বাধাগুলো ভেঙে দেওয়ার জন্য তার যে চেষ্টা, আমাদের ‘শেয়ার হার জার্নি’ উদ্যোগের লক্ষ্যগুলির সাথে সেটি সঙ্গতিপূর্ণ। আমরা এই বছরের শেয়ার হার জার্নি ‘গ্রাউন্ডব্রেকার অ্যাওয়ার্ড’ সুবাদে কেট ব্ল্যানচেটকে উপস্থাপন করতে পেরে সম্মানিত বোধ করছি। এবং টরন্টোতে তাকে স্বাগত জানাতে অধীর হয়ে আছি।”
টিআইএফএফ শেয়ার হার জার্নি গ্রাউন্ডব্রেকার অ্যাওয়ার্ড চলচ্চিত্র শিল্পে লিঙ্গ সমতাকে মোকাবেলা করার জন্য, তাদের সৃজনশীল যাত্রার প্রতিটি পর্যায়ে নারীদের চ্যাম্পিয়ন করার জন্য এবং নারী নির্মাতাদের ওপর একটি স্পটলাইট ফেলার জন্য তৈরি করা হয়েছে।
ব্ল্যানচেট একজন অভিনয়শিল্পী, প্রযোজক এবং সাংস্কৃতিক নেতা হিসাবে মঞ্চ ও পর্দায় অনবদ্য কর্মজীবন তৈরি করেছেন। বিশ্বের অনেক নেতৃস্থানীয় চলচ্চিত্র নির্মাতার সাথে কাজ করে তিনি সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন বহুবার। বক্স-অফিস ব্লকবাস্টার অনেক সিনেমা ছাড়াও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন ‘দ্য অ্যাভিয়েটর’ এবং ‘ব্লু জেসমিন’ সিনেমার জন্য।
তিনি ইউএনএইচসিআর-এর একজন গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর, আর্থশট প্রাইজ কাউন্সিলের সদস্য এবং সাংস্কৃতিক শিল্প, মানবাধিকার এবং পরিবেশের জন্য একজন নেতৃস্থানীয় আইনজীবী।
৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর, নামবে ১৫ সেপ্টেম্বর।