X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

মঞ্চাভিনেত্রী বিনোদিনীর যন্ত্রণার এক প্রামাণ্যচিত্র

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৭:৩২আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৯:৫৪

দীপ্তা রক্ষিতের একক অভিনয়ে প্রশংসিত নাটক ‘আমার আমি’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। নন্দীমুখ-এর প্রযোজনায় প্রশংসিত এই নাটকটি ফের মঞ্চে উঠছে।

৫ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চস্থ হবে। এমনটাই নিশ্চিত করেছে নন্দীমুখ।  

নির্দেশক অসীম দাশ জানান, ইতিহাসের চরিত্রকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটির কাহিনি। বাংলা রঙ্গালয়ের প্রবাদপ্রতিম অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসীর আত্মজীবনীই এই নাট্যের কাহিনি বিন্যাস। 

দীপ্তা রক্ষিত শ্রীমতি বিনোদিনী দাসীর জন্ম আনুমানিক ১৮৬৩ খ্রিষ্টাব্দে কলকাতার ১৪৫ কর্নওয়ালিস স্ট্রিটে। মাত্র ১১/১২ বছর বয়সে ১৮৭৪ সালে তিনি প্রথম মঞ্চ পাদপ্রদীপের আলোয় নিজেকে উদ্ভাসিত করেন গ্রেট ন্যাশনাল থিয়েটারে ‘শত্রুসংহার’ নাটকের মধ্য দিয়ে। ক্রমেই তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল মানুষের হৃদয়। খ্যাতি ও ক্ষমতার চূড়ান্ত লগ্নে ১৮৮৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি রঙ্গালয়ে তার অভিনয় জীবনের ইতি টানেন। 

কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি অভিনয় ছেড়ে দিলেন? কী এমন ঘটনা ঘটেছিল? শ্রীমতী বিনোদিনী দাসী তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার খাতা’, ‘আমার কথা’ ও ‘আমার অভিনেত্রী জীবন’-এ তার হৃদয়ে বপন করা যন্ত্রণার কথা তুলে ধরেন। সেই যন্ত্রণারই এক প্রামাণ্যচিত্র ‘আমার আমি’। দীপ্তা রক্ষিত

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী
মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী
‘তুফান’ ঝড়ের পরে...
‘তুফান’ ঝড়ের পরে...
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
‘বাংলার গায়েন’-এ যুক্ত হবেন যেভাবে
‘বাংলার গায়েন’-এ যুক্ত হবেন যেভাবে
৬ থেকে ১২ জুলাই ‌‘শাকিব সপ্তাহ’
৬ থেকে ১২ জুলাই ‌‘শাকিব সপ্তাহ’