X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

আরমান খানের কণ্ঠে আষাঢ়ের গান

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৬:২২আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭:৩৩

মাঝে লম্বা বিরতি কাটিয়ে সংগীতশিল্পী আরমান খান ফের নিয়মিত কণ্ঠ ও সুরের ছাপ রাখছেন গানবাংলায়। সেই ধারাবাহিকতায় এই আষাঢ়ে তিনি হাজির হলেন ‌‘মেঘলা দিনের গান’ নিয়ে।

তার ভাষায়, ‘প্রিয় আষাঢ় মাস বরণ করার লক্ষ্যেই গানটি তৈরি ও প্রকাশ করা। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

ওয়াহিদ পলাশের কথায় গানটির সুর, সংগীত ও কণ্ঠে আরমান খান। আরমান খানকে মডেল বানিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। এতে আরমানের বিপরীতে মডেল হিসেবে আছেন মাবিয়া রিয়া। 

গানচিত্রটি ২ জুলাই অন্তর্জালে প্রকাশ করেছে সংগীতা।

প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছেন আরমান খান ও সংশ্লিষ্টরা। শিল্পী বললেন, ‘মাত্রই প্রকাশ হলো। আসল ফিডব্যাক পেতে হলে আরেকটু সময় লাগবে। শুধু এটুকু বলছি, বৃষ্টি নিয়ে কখনও গান করা হয়নি আমার। অথচ বৃষ্টি আমার ভীষণ প্রিয়। গানটি অনেকটা বৃষ্টির সুরেই গাঁথা, খুবই সফট মেলোডি ধাঁচের। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

অনেকেরই ভুলে যাওয়ার কথা আরমান খানের নাম, তবে তার সুরসৃষ্টির নথি টানলে অবাক হতে পারেন পাঠকরা!

মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’, বিপ্লবের ‘চান্দের বাতির কসম দিয়া’, হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’-সহ এমন অনেক হিট ও প্রশংসিত গানের স্রষ্টা আরমান খান। পাশাপাশি নাটকের আবহসংগীতকার হিসেবে শূন্য দশকের সবচেয়ে ব্যস্ত পরিচালক ছিলেন তিনিই।

২০১১ সালের দিকে গান থেকে পুরোপুরি আড়ালে চলে যান। দুই বছরের মধ্যে ঠিকানা খুঁজে নেন সিলেটের গ্র্যান্ড সুলতানে। টানা ১০ বছরের সফল সংগীত ক্যারিয়ার থেকে দূরে সরে যাওয়ার কারণ হিসেবে এই শিল্পী আগেই বলেছেন কিছু অভিমান আর ব্যর্থতার কথা।

তার ভাষায়, ‘কণ্ঠশিল্পীরা মঞ্চে উঠলেই অনেক টাকা পেতেন। অথচ সেই গানটি তৈরির পেছনে যে গীতিকার, যন্ত্রশিল্পীরা উদয়-অস্ত কাজ করতেন, তারা ছিলেন অবহেলিত। তাদের সম্মানি ছিল খুবই কম। একটা গান লিখে তখন গীতিকার পেতেন আড়াই থেকে তিন হাজার টাকা। যন্ত্রশিল্পীদের অবস্থা ছিল আরও খারাপ। এগুলো আমাকে পোড়াতো। অস্বস্তি লাগতো। রেকর্ডিং থেকে অ্যালবাম কাভার পর্যন্ত এমন অনিয়ম অনেক ছিল। হঠাৎ দেখলাম সিডির যুগ। শুরু হলো পাইরেসি নামের মহামারি। সহ্য করতে পারিনি, ছেড়েই দিলাম। অনেকটা পালানোর মতো। গান থেকে নয়, অনিয়মের ইন্ডাস্ট্রি থেকে নিজেকে তুলে নিলাম।’ আরমান খান

আলম খান ও আজম খানের যোগ্য এই উত্তরসূরি টানা ১০ বছর পর ২০২১ সালে গানে ফিরেন ‘বন্ধু’ শিরোনামের গান দিয়ে। এরপর তিনি প্রশংসা কুড়িয়েছেন আইয়ুব বাচ্চু ও আজম খানকে উৎসর্গ করে গান গেয়ে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
বাতিল হওয়া গানটি মুক্তির আলো পেল যেভাবে...
বাতিল হওয়া গানটি মুক্তির আলো পেল যেভাবে...
জমিয়ে দিলেন মারজুক রাসেল-আলী হাসান
জমিয়ে দিলেন মারজুক রাসেল-আলী হাসান
থমথমে ‘তুফান’, অন্তর্জালে ‘দরদ’ মুগ্ধতা
থমথমে ‘তুফান’, অন্তর্জালে ‘দরদ’ মুগ্ধতা
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকা থেকে ভোলায় ‘ময়ূরাক্ষী’
ঢাকা থেকে ভোলায় ‘ময়ূরাক্ষী’
মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী
মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী
‘তুফান’ ঝড়ের পরে...
‘তুফান’ ঝড়ের পরে...
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
‘বাংলার গায়েন’-এ যুক্ত হবেন যেভাবে
‘বাংলার গায়েন’-এ যুক্ত হবেন যেভাবে