X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১

১৫টি দেশের শতাধিক হলে ‘তুফান’, ভারতে নয় কেন!

সুধাময় সরকার
২৮ জুন ২০২৪, ১৫:২৮আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:২২

কথা ছিল বাংলাদেশের পর আজ (২৮ জুন) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘তুফান’। বাংলাদেশে মুক্তির পর থেকে বিষয়টি বারবার নিশ্চিত করেছেন ছবির নির্মাতা রায়হান রাফীসহ আন্তর্জাতিক পরিবেশক এসভিএফ। 

অনুমান করা হচ্ছিল, পূর্ব বাংলা জয়ের পর পশ্চিম বাংলাতেও ঝড় তুলবে ‘তুফান’। কারণ সেখানকার দর্শকরাও ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে, সেই আভাস মিলছিল অন্তর্জালে।

কিন্তু খোঁজ নিয়ে মিললো উল্টো খবর। ভারত নয়, ছবিটি এদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক হলে মুক্তি পেয়েছে। দেশগুলো হলো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার ও ওমান।

‘তুফান’র আন্তর্জাতিক পরিবেশক এসভিএফ সূত্র জানায়, পৃথিবীতে প্রায় ৪০ কোটি বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের লক্ষ্য করে পৃথিবীময় যেখানে যেখানে বাঙালি বসবাস করেন সেখানেই ‘তুফান’ মুক্তি পাবে। সেই লক্ষ্যেই পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

একই লক্ষ্য শাকিব খানও লালন করে আসছেন। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে ঢাকার এই অভিনেতা বলেছেন, ‘এখন আমাদের ইন্ডাস্ট্রি নতুন করে ভালো স্থানে যাচ্ছে। সেই সঙ্গে গ্লোবালি আমাদের অবস্থান মজবুত হচ্ছে। করোনা পরবর্তী আমরা দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখছি, বাংলাদেশের সিনেমাকে বিশ্বব্যাপী দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়। কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে।’

তবু প্রশ্ন, তারিখ চূড়ান্ত করেও কেন পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পেলো না? সরাসরি এর কোনও উত্তর মেলেনি। তবে ‘তুফান’ টিম থেকে জানা গেছে, ছবিটিকে শুধু ভারতের বাংলা দর্শকদের মধ্যে আটকে রাখতে চাইছেন না। এটিকে ভারতজুড়ে মুক্তির লক্ষ্যে দেশটির বিভিন্ন ভাষায় ডাবিং করার কাজ চলমান রয়েছে। সেটি শেষ করেই ভারতজুড়ে ছবিটি মুক্তির পরিকল্পনা আঁকছে এসভিএফ। সে কারণেই ২৮ জুন পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি দেওয়া হয়নি।

যদিও এই তথ্যের আনুষ্ঠানিক কোনও স্বীকৃতি এখনও মেলেনি।

১৫টি দেশের শতাধিক হলে ‘তুফান’, ভারতে নয় কেন! ঈদ উৎসবে ‘তুফান’ মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহগুলোতে এখনও হাউজফুল অবস্থা বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সব রেকর্ড ভেঙে দেয় ছবিটি। মুক্তির ১০ দিন পরেও সারা দেশে স্টার সিনেপ্লেক্সে দৈনিক ৫০টি করে শো চলছে ‘তুফান’-এর। প্রযোজকরা জানান, মুক্তির ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবিটির। যা অতীতের যেকোনও সিনেমার হিসাবে রেকর্ড সেল।

সংশ্লিষ্টরা আশা করছেন, বহির্বিশ্বে ‘তুফান’ মুক্তিতে যে উন্মাদনা চলছে তাতে সেখান থেকেও রেকর্ড পরিমাণ অর্থ উঠে আসবে। এর মধ্যে খবর মিলেছে, অস্ট্রেলিয়ায় প্রায় ২৫০০ টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ডালাস, সানফ্রান্সিসকো ও কুইন্স এবং লন্ডন, আবুধাবির সিনে থিয়েটারেও অগ্রিম টিকিট সোল্ডআউট!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘‌তুফান’ নিয়ে তরণ আদর্শর পোস্ট, ভারতে মুক্তি ৫ জুলাই
‘‌তুফান’ নিয়ে তরণ আদর্শর পোস্ট, ভারতে মুক্তি ৫ জুলাই
ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান
ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান
‘তুফান’র পা ছুঁয়ে শুভ দিলেন ‘নূর’ বার্তা!
‘তুফান’র পা ছুঁয়ে শুভ দিলেন ‘নূর’ বার্তা!
২৮ জুন ভারতে মুক্তি পাচ্ছে ‘তুফান’
২৮ জুন ভারতে মুক্তি পাচ্ছে ‘তুফান’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘অ্যানিম্যাল’ দিয়ে বদলে যাওয়া ক্যারিয়ার
‘অ্যানিম্যাল’ দিয়ে বদলে যাওয়া ক্যারিয়ার
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
মিফতা জামানের একক কনসার্ট ‘অধরায় আরেকবার’
মিফতা জামানের একক কনসার্ট ‘অধরায় আরেকবার’
‘আমি অপদার্থ মা’, বললেন স্বস্তিকা
‘আমি অপদার্থ মা’, বললেন স্বস্তিকা
বাতিল হওয়া গানটি মুক্তির আলো পেল যেভাবে...
বাতিল হওয়া গানটি মুক্তির আলো পেল যেভাবে...