X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১

ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ০১:১০আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:৩৪

ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা জন্মদিনের (২৭ জুন) প্রায় পুরোটা কাটলো ঢাকায়। এবারই প্রথম ঢাকায় বিশেষ দিনটি কাটাতে হলো। এবং সেটি করে অনুশোচনা নয়, বরং জন্মসন্ধ্যায় ঢাকার অভিজাত ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরম তৃপ্তির ঢেঁকুর উঠলো অভিনেতার গলা বেয়ে।

বললেন, ‘‘আসলে জন্মদিনের (২৭ জুন) বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার এখানে (ঢাকা) আসাটাও জরুরি ‘আজব কারখানা’র জন্য। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। কারণ এই শহরের সঙ্গে আমার অন্যরকমের একটা সুতো বাঁধা আছে। একটা টান রয়েছে। সেজন্যই জন্মদিনের তারিখটা কলকাতা থেকে বের করে নিয়েছি ঢাকার জন্য।’’

ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা এদিন নিজের অভিনীত ঢাকাই সিনেমা ‘আজব কারখানা’ মুক্তির বিষয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন ৪৩ বছর বয়সী এই তারকা। জানান, আগামী ১২ জুলাই মুক্তি পাবে শবনম ফেরদৌসী পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমা। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদানে তৈরি হয়েছে এটি। 

এর আগে প্রায় ৪০টিরও বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। এরমধ্যে ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। 

‘আজব কারখানা’য় রকতারকা রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পটি তাকে কেন্দ্র করেই। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে।

‘আজব কারখানা’র মাধ্যমে র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির অভিষেক হচ্ছে বড় পর্দায়। এতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। 

সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান।

ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা ‘আজব কারখানা’য় পাঁচটি মৌলিক গান রয়েছে। এরমধ্যে কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। তিনটি গানের সংগীতায়োজন করেছে ভাইকিংস ব্যান্ড, আরেকটির সুর-সংগীত লাবিক কামাল গৌরবের। অন্যটি সাজিয়েছে সেভেন মিনিটস ব্যান্ড। আবহ সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দুটি পুরস্কারও জিতেছে। ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। এর আগে একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয়েছে সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে ‘গঙ্গা থেকে সিন’ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘আজব কারখানা’। ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা

ছবি: জনি হক

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
আবার একসঙ্গে স্বস্তিকা-পরমব্রত, সংগীতে অনুপম!
আবার একসঙ্গে স্বস্তিকা-পরমব্রত, সংগীতে অনুপম!
প্রাক্তনের বিয়ে বন্ধুর সঙ্গে, ঢাকার গানে অনুপমের আশ্রয়!
প্রাক্তনের বিয়ে বন্ধুর সঙ্গে, ঢাকার গানে অনুপমের আশ্রয়!
গুঞ্জন সত্যি, অনুপমের প্রাক্তনকেই বিয়ে করছেন পরমব্রত!
গুঞ্জন সত্যি, অনুপমের প্রাক্তনকেই বিয়ে করছেন পরমব্রত!
সামনে এলো ‘শনিবার বিকেল’র ঝলক, নির্মাতার স্বস্তি
সামনে এলো ‘শনিবার বিকেল’র ঝলক, নির্মাতার স্বস্তি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘অ্যানিম্যাল’ দিয়ে বদলে যাওয়া ক্যারিয়ার
‘অ্যানিম্যাল’ দিয়ে বদলে যাওয়া ক্যারিয়ার
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
মিফতা জামানের একক কনসার্ট ‘অধরায় আরেকবার’
মিফতা জামানের একক কনসার্ট ‘অধরায় আরেকবার’
‘আমি অপদার্থ মা’, বললেন স্বস্তিকা
‘আমি অপদার্থ মা’, বললেন স্বস্তিকা
বাতিল হওয়া গানটি মুক্তির আলো পেল যেভাবে...
বাতিল হওয়া গানটি মুক্তির আলো পেল যেভাবে...