X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মিমির ঈদে ভাগ বসালেন কৌশানী!

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২৪, ১৯:২৯আপডেট : ১৩ জুন ২০২৪, ০১:০৪

পূর্ব ঘোষিত দুই ছবির (তুফান ও জংলি) একটি ড্রপ আউট। অন্যটিকে ঘিরে যেভাবে গণজোয়ার চলছে, তাতে ধারণা করা হচ্ছিলো এবার খালি মাঠে গোল দেবে রায়হান রাফীর ‘তুফান’।

না। একেবারেই খালি মাঠ পাচ্ছেন না রাফী তথা শাকিব খান টিম। এরসঙ্গে যুক্ত হলো রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’। এরপর মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। অনেকটা শেষবেলায় এসে এই বহরে যুক্ত হলো প্রশংসিত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এরমধ্যে ছবিটির দুটি পোস্টার ও একটি ট্রেলার উন্মুক্ত হয়েছে। দর্শকদের পক্ষ থেকে ভালোই মিলছে আশার আলো।

আরেকটি মজার তথ্য, ‘তুফান’ নায়িকা টলিউডের মিমি চক্রবর্তীর প্রথম ঢাকাই ঈদে এবার ভাগ বসাচ্ছেন একই ইন্ডাস্ট্রির ‘ডার্ক ওয়ার্ল্ড’ নায়িকা কৌশানী মুখার্জি। শেষ কবে একই ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে টলিউডের দুই নায়িকার ছবি, সেটি এখন গবেষণার বিষয় বটে! 

এদিকে ঈদ বহরে সদ্য যুক্ত হওয়া ‘ডার্ক ওয়ার্ল্ড’ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘এই ছবির গল্পটাই আসলে নায়ক। আমরা চেষ্টা করেছি, ভালো চলচ্চিত্র তৈরির। আশা করি, দর্শকরা সেটা পাবেন। ইতিমধ্যে আমরা সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সিনেমাটি মুক্তির জন্য আমরা ঈদের সময়টাকে বেছে নিয়েছি।’

কৌশানী এতে নায়ক হিসেবে আছেন নবাগত মুন্না খান। তিনি বলেন, ‘এটা আমার প্রথম ছবি। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছি কলকাতার কৌশানী মুখার্জিকে। গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ইতিমধ্যে ট্রেলার ও পোস্টার দর্শকরা লুফে নিয়েছে। আশা করি ছবিটিও দর্শকরা সাদরে গ্রহণ করবে।’

অন্যদিকে কলকাতা থেকে কৌশানী মুখার্জি বলেন, ‘মারমার কাটকাট একটা ছবি। বাংলাদেশের এই ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। ছবিটি ঈদে আসছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, বড়দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ অনেকে। 

কাহিনি ও সংলাপ  লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

বলা দরকার, মিমি চক্রবর্তীর ‘তুফান’ ছবিটিও একই জনরার, মারমার কাটকাট! মিমি

/এমএম/
সম্পর্কিত
সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  
সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
টিকিট বিক্রির ‘তুফান’ শুরু!
টিকিট বিক্রির ‘তুফান’ শুরু!
পূর্ণদৈর্ঘ্যে এলেন শাকিব-মিমি-প্রীতম, যোগ দিলেন রাফীও!
পূর্ণদৈর্ঘ্যে এলেন শাকিব-মিমি-প্রীতম, যোগ দিলেন রাফীও!
বিনোদন বিভাগের সর্বশেষ
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ